Ajker Patrika

তাইওয়ান নিয়ে দ্বন্দ্ব বাড়ছে চীন-যুক্তরাষ্ট্রের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ মে ২০২২, ১২: ১১
তাইওয়ান নিয়ে দ্বন্দ্ব বাড়ছে চীন-যুক্তরাষ্ট্রের

তাইওয়ান সম্পর্কে মার্কিন পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে। গত সপ্তাহে এ পরিবর্তনের পর চীন এবং তাইওয়ানের কয়েকটি গণমাধ্যমে শুরু হয় আলোচনা। গতকাল মঙ্গলবার এ নিয়ে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইওয়ান প্রণালি বর্তমানে যে অবস্থানে রয়েছে, ‘রাজনৈতিক কারসাজি’ করে সে অবস্থান বদলানো যাবে না বলেও জানায় মন্ত্রণালয়। গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে ‘অলঙ্ঘনীয়’ চীনা অঞ্চল বলে দাবি করে আসছে চীন।

তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না করা এবং তাইওয়ানকে চীনের অংশ বলে বেইজিংয়ের অবস্থানকে স্বীকার করা-সংক্রান্ত শব্দগুলো পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইট থেকে ৫ মে সরিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এভাবে শব্দ সরিয়ে ফেলার মাধ্যমে এক-চীন নীতিকে কাল্পনিক এবং অন্তঃসারশূন্য করার পাঁয়তারা চলছে। এমন পাঁয়তারার আগুনে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই পুড়বে। চীন কেবল একটি দেশ। তাইওয়ান চীনের অংশ।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। তাইওয়ান বলছে, শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য তারা যেকোনো দেশের সঙ্গেই কাজ করে যেতে চায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত