Ajker Patrika

দুই চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ

বরুড়া প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৬: ৪৩
Thumbnail image

বরুড়ার ভবানীপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে হাতপাখা প্রতীকের প্রার্থী শরীফ মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের ওপর হামলার অভিযোগ তুলেছেন। এ ঘটনার বিচার দাবিতে হাতপাখা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা মানববন্ধন করেছেন। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

এদিকে নৌকার প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ‘অপপ্রচার’ হচ্ছে বলে নিন্দা জানিয়ে একই দিন মানববন্ধন করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ইউনিয়নের বাতাইছড়ি পুরান বাজারে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

এর আগে গত শনিবার রাতে স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান ফেসবুক লাইভে এসে তাঁকে মারধরের অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য চাপ দিতে মারধর করেছে। তিনি প্রশাসনের কাছে তদন্তের দাবি জানান।

গতকালের হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষের মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী শরীফ মাহমুদ হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি গত শনিবার সন্ধ্যায় পাচঁপুকুরিয়া বাজারে নির্বাচনী প্রচার করতে যান। এ সময় তাঁর ওপরে আওয়ামী লীগের প্রার্থী খলীলুর রহমানের সমর্থকেরা হামলা করেন।

অপর দিকে গতকাল রোববার আওয়ামী লীগের প্রার্থী খলীলুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। এতে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ওপর হামলার অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহার উদ্দিন বলেন, ‘আমরা হামলার খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত