Ajker Patrika

অস্ট্রেলিয়ায় আরও কমছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

রয়টার্স, মেলবোর্ন
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫০
অস্ট্রেলিয়ায় আরও কমছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

ক্রমবর্ধমান নবায়নযোগ্য শক্তির প্রবাহের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ে এবার নির্ধারিত সময়ের ৭ বছর আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রটি পরিচালনা করা প্রতিষ্ঠান অরিজিন এনার্জি জানিয়েছে, ২০২৫ সালে এটি বন্ধ করার পরিকল্পনা করছে তারা। ২০৩২ সালে বন্ধ করার পরিকল্পনা ছিল।

সিডনির উত্তরে হান্টার অঞ্চলে অবস্থিত ২.৮৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা কেন্দ্রটি একটি বড় মাপের ব্যাটারি দ্বারা প্রতিস্থাপিত হবে। এর মধ্য দিয়ে দেশটিতে সস্তা বায়ু এবং সৌরশক্তি বৃদ্ধির কারণে বাধ্যতামূলক বন্ধ হওয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের তালিকা আরও বড় হলো। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন অরিজিন এনার্জির প্রধান নির্বাহী ফ্রাঙ্ক ক্যালাব্রিয়া।

সাম্প্রতিক বছরগুলোয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর অস্ট্রেলিয়ার নির্ভরতা অনেক কমে গেছে। এরপরও কয়লা এখনো দেশটির ৬০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে। যার ফলে অস্ট্রেলিয়া সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তবে গত বছর অস্ট্রেলিয়ার বিদ্যুতের প্রায় এক-তৃতীয়াংশ এসেছে নবায়নযোগ্য শক্তি থেকে। এই দশকের শেষ নাগাদ এটি ৭০ শতাংশের কাছাকাছি হবে।

একই সঙ্গে, নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকার গতকাল জানিয়েছে, চাপ কমাতে একটি পৃথক ৭০০ মেগাওয়াট ব্যাটারি তৈরি করতে নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে কাজ করবেন তারা। এর আগে গত সপ্তাহে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করা প্রতিষ্ঠান এজিএল ঘোষণা করেছে, নির্ধারিত সময়ের কয়েক বছর আগেই তারা দুটি বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত