Ajker Patrika

ফলের অপেক্ষায় ১৩ প্রার্থী

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪: ৩০
Thumbnail image

কেশবপুর সদর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় ফলাফল আটকে রয়েছে। ফলাফলের অপেক্ষায় রয়েছেন ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ১৩ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন প্রার্থী। স্থগিত থাকা ওই কেন্দ্রে ভোট গ্রহণের তারিখ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ জানুয়ারি কেশবপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করেন অজ্ঞাত ৩০-৩৫ জন ব্যক্তি। তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের তাড়িয়ে দিয়ে নিজেদের ইচ্ছা মতো ভোট কাটা শুরু করেন। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তারা এসে ওই কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন। এর ফলে এ ইউনিয়নের বাকি ৮টি ওয়ার্ডের নির্বাচনী ফলাফল প্রকাশিত হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ কেন্দ্রে ভোটগ্রহণের তারিখের অপেক্ষায় আছেন।

বাকি ৮ কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী কেশবপুর সদরের ৮টি কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় পেয়েছেন ৫ হাজার ৩৮৭ ভোট, বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের আলাউদ্দীন আলা পেয়েছেন ৪ হাজার ৯২৯ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ২০৭ ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২২৩ ভোট ও আনারস প্রতীকের প্রার্থী পেয়েছেন ১২৩ ভোট। স্থগিত থাকা নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ১১৯।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বজলুর রশীদ বলেন, অনিবার্য কারণে কেশবপুর সদরের ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ভোট গ্রহণের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত