রয়টার্স, ওয়াশিংটন
চলমান বিশ্বের শীর্ষ দুই ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র ও চীন। হাজারো বিরোধ সত্ত্বেও নিজেদের মধ্যে প্রতিযোগিতা অব্যাহত রাখতে চান দুই দেশের নেতারা। তাই দুই মাসের মাথায় এশিয়ার স্থানীয় সময় আগামী মঙ্গলবার সকালে দেশ দুটির প্রেসিডেন্ট জো বাইডেন ও সি চিনপিং দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানান, উভয় নেতা নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। যুক্তরাষ্ট্রের মনোভাব, অগ্রাধিকার ইত্যাদি অকপটে চীনা প্রেসিডেন্টের কাছে তুলে ধরবেন।
উভয় নেতা স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে এক বিবৃতিতে জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং।
বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির প্রেসিডেন্টদের মধ্যে আলোচনার আগে আনুষ্ঠানিক বিবৃতিতে যাই বলা হোক না কেন, সম্প্রতি বিভিন্ন ইস্যুতে উভয় দেশের মধ্যে প্রতিযোগিতা যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। তাইওয়ানের নিরাপত্তা, করোনার উৎপত্তি, অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজ তৈরিতে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সেপ্টেম্বরে করা ‘অকাস’ চুক্তি, জাপান-অস্ট্রেলিয়া-ভারতকে নিয়ে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের করা ‘কোয়াড’, ২০১৮ সাল থেকে চলমান বাণিজ্যযুদ্ধ, দক্ষিণ চীন সাগর, হরমুজ প্রণালি, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘন, চীনের সামরিক উচ্চ বিলাস ইত্যাদি নিয়ে তাদের মধ্যে বিরোধের শেষ নেই।
তারপরও কোনো ধরনের সামরিক সংঘাতে না জড়িয়ে দুই দেশ সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে কাজ করছে। চীনের ওপর বিভিন্নভাবে চাপ তৈরি করার পরও ওয়াশিংটন বারবার এমনটিই দাবি করছে। তবে অকাস ও কোয়াডের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র গত শতকের স্নায়ুযুদ্ধের উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে বেইজিংয়ের।
চলমান বিশ্বের শীর্ষ দুই ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র ও চীন। হাজারো বিরোধ সত্ত্বেও নিজেদের মধ্যে প্রতিযোগিতা অব্যাহত রাখতে চান দুই দেশের নেতারা। তাই দুই মাসের মাথায় এশিয়ার স্থানীয় সময় আগামী মঙ্গলবার সকালে দেশ দুটির প্রেসিডেন্ট জো বাইডেন ও সি চিনপিং দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানান, উভয় নেতা নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। যুক্তরাষ্ট্রের মনোভাব, অগ্রাধিকার ইত্যাদি অকপটে চীনা প্রেসিডেন্টের কাছে তুলে ধরবেন।
উভয় নেতা স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে এক বিবৃতিতে জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং।
বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির প্রেসিডেন্টদের মধ্যে আলোচনার আগে আনুষ্ঠানিক বিবৃতিতে যাই বলা হোক না কেন, সম্প্রতি বিভিন্ন ইস্যুতে উভয় দেশের মধ্যে প্রতিযোগিতা যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। তাইওয়ানের নিরাপত্তা, করোনার উৎপত্তি, অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজ তৈরিতে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সেপ্টেম্বরে করা ‘অকাস’ চুক্তি, জাপান-অস্ট্রেলিয়া-ভারতকে নিয়ে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের করা ‘কোয়াড’, ২০১৮ সাল থেকে চলমান বাণিজ্যযুদ্ধ, দক্ষিণ চীন সাগর, হরমুজ প্রণালি, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘন, চীনের সামরিক উচ্চ বিলাস ইত্যাদি নিয়ে তাদের মধ্যে বিরোধের শেষ নেই।
তারপরও কোনো ধরনের সামরিক সংঘাতে না জড়িয়ে দুই দেশ সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে কাজ করছে। চীনের ওপর বিভিন্নভাবে চাপ তৈরি করার পরও ওয়াশিংটন বারবার এমনটিই দাবি করছে। তবে অকাস ও কোয়াডের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র গত শতকের স্নায়ুযুদ্ধের উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে বেইজিংয়ের।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫