নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এ মাসের শুরুর দিকে নতুন করে ৪টি পদে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২০ জানুয়ারি প্রার্থীদের আবেদনের সময়ও শেষ হয়েছে। বিসিবি জানিয়েছে, আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগেই এবার যাচাই-বাছাই করে কোচ নিয়োগ নিশ্চিত করতে চায়।
স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগ দেবে বিসিবি। স্পিন বোলিং কোচ হিসেবে রঙ্গনা হেরাথের সঙ্গে চুক্তি নবায়নের পথেই আছে তারা। বাকি কোচ চূড়ান্ত করতে একটি বিশেষ কমিটি করেছে ক্রিকেট বোর্ড।
বিসিবি সূত্রে জানা গেছে, বেশির ভাগ বিদেশি কোচ নিয়োগ হয় ক্রিকেট পরিচালনা বিভাগে। কোচ নিয়োগ কমিটিতে তাই থাকছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ও ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। কমিটিতে থাকছেন হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও হেড অব প্রোগ্রামস ডেভিড মুর।
কোচ নিয়োগের নতুন কমিটি বিষয়ে নিজাম উদ্দিন গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘আগে একেকজনের মাধ্যমে কোচদের নাম আসত। (বিসিবি) সভাপতির সম্মতি নিয়ে চূড়ান্ত করে ফেলতাম। এখন কমিটি করা হয়েছে। (মার্চে) শ্রীলঙ্কা সিরিজের আগেই কোচ নিশ্চিত করার লক্ষ্য। কমিটি এটার যাচাই-বাছাই করে খুব শিগগির ভার্চুয়াল সাক্ষাৎকারের ব্যবস্থা করবে। এখন কমিটি তালিকা সংক্ষিপ্ত করছে।’
কোচদের নাম চূড়ান্ত করার পর সেটি উঠবে বছরের প্রথম পরিচালনা পর্ষদের সভায়। এ মাসের শেষের দিকে ইন্দোনেশিয়ার বালিতে হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা শেষে ৩ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। আগামী মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা বোর্ড সভা।
বছরের শুরুতে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা ঘোষণা করার কথা ছিল বিসিবির। সেটিও এখনো হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, বোর্ড মিটিংয়ের আগেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা হতে পারে। তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় চুক্তির ব্যাপারটা নির্বাচনের কারণে একটু সমস্যা হয়েছে। আমরা বসতেই পারছি না। আগে আমাদের বসতে হবে। তবে বোর্ড মিটিংয়ের আগেই ঘোষণা হতে পারে।’
বিপিএলের এ সময়ে জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা আছেন ছুটিতে। আগামী মাসের মাঝামাঝি ঢাকায় ফেরার কথা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। মাঠে থেকেই বিপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখবেন তিনি।
এ মাসের শুরুর দিকে নতুন করে ৪টি পদে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২০ জানুয়ারি প্রার্থীদের আবেদনের সময়ও শেষ হয়েছে। বিসিবি জানিয়েছে, আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগেই এবার যাচাই-বাছাই করে কোচ নিয়োগ নিশ্চিত করতে চায়।
স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগ দেবে বিসিবি। স্পিন বোলিং কোচ হিসেবে রঙ্গনা হেরাথের সঙ্গে চুক্তি নবায়নের পথেই আছে তারা। বাকি কোচ চূড়ান্ত করতে একটি বিশেষ কমিটি করেছে ক্রিকেট বোর্ড।
বিসিবি সূত্রে জানা গেছে, বেশির ভাগ বিদেশি কোচ নিয়োগ হয় ক্রিকেট পরিচালনা বিভাগে। কোচ নিয়োগ কমিটিতে তাই থাকছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ও ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। কমিটিতে থাকছেন হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও হেড অব প্রোগ্রামস ডেভিড মুর।
কোচ নিয়োগের নতুন কমিটি বিষয়ে নিজাম উদ্দিন গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘আগে একেকজনের মাধ্যমে কোচদের নাম আসত। (বিসিবি) সভাপতির সম্মতি নিয়ে চূড়ান্ত করে ফেলতাম। এখন কমিটি করা হয়েছে। (মার্চে) শ্রীলঙ্কা সিরিজের আগেই কোচ নিশ্চিত করার লক্ষ্য। কমিটি এটার যাচাই-বাছাই করে খুব শিগগির ভার্চুয়াল সাক্ষাৎকারের ব্যবস্থা করবে। এখন কমিটি তালিকা সংক্ষিপ্ত করছে।’
কোচদের নাম চূড়ান্ত করার পর সেটি উঠবে বছরের প্রথম পরিচালনা পর্ষদের সভায়। এ মাসের শেষের দিকে ইন্দোনেশিয়ার বালিতে হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা শেষে ৩ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। আগামী মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা বোর্ড সভা।
বছরের শুরুতে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা ঘোষণা করার কথা ছিল বিসিবির। সেটিও এখনো হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, বোর্ড মিটিংয়ের আগেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা হতে পারে। তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় চুক্তির ব্যাপারটা নির্বাচনের কারণে একটু সমস্যা হয়েছে। আমরা বসতেই পারছি না। আগে আমাদের বসতে হবে। তবে বোর্ড মিটিংয়ের আগেই ঘোষণা হতে পারে।’
বিপিএলের এ সময়ে জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা আছেন ছুটিতে। আগামী মাসের মাঝামাঝি ঢাকায় ফেরার কথা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। মাঠে থেকেই বিপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখবেন তিনি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫