Ajker Patrika

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়

খুবি প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১২: ৫৬
Thumbnail image

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অবস্থান ২ হাজার ৮৬৫তম। গত বছর এর অবস্থান ছিল ৩ হাজার ২৫১তম। এ ক্ষেত্রে এবার ৩৮৬টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলেছে খুলনা বিশ্ববিদ্যালয়।

এদিকে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ৫০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুবির অবস্থান ১২তম। আগের বছরও র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে খুবির অবস্থান একই ছিল। সম্প্রতি বিশ্বের দুই শতাধিক দেশের ৩১ হাজার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই তালিকা প্রকাশ করে স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স।

ওয়েবমেট্রিক্সের বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং-২০২২ সালের দ্বিতীয় সংস্করণের (জুলাই) প্রতিবেদন অনুযায়ী, এ বছর দেশের ১৭১টি পাবলিক, প্রাইভেট ও মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ১৪৬৮), দ্বিতীয় স্থানে সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ১৪৭৬), তৃতীয় স্থানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ১৪৮৩), চতুর্থ স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ১৫৯৩), পঞ্চম স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ১৭৫০), ষষ্ঠ স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ২১৪৬), সপ্তম স্থানে ব্র্যাক ইউনিভার্সিটি (বিশ্ব র‍্যাঙ্কিং ২২১৮), অষ্টম স্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ২৩১৯), নবম নম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ২৪৮১) এবং দশম নম্বরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‍্যাঙ্কিং ২৪৮১)।

এ ছাড়া দেশের শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও ৬টি সরকারি মেডিকেল কলেজ স্থান পেয়েছে।

এদিকে ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ে থাকা বিশ্বসেরা ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, তৃতীয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), চতুর্থ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও পঞ্চম স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাঙ্কিং নিয়মিত প্রকাশ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত