Ajker Patrika

ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ২৮
ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিতালী মার্কেট জামে মসজিদের নামে ওয়াকফকৃত ৩২ শতাংশ জমি দখলের অভিযোগ চৌরাঙ্গী ফিলিং স্টেশনের মালিক কাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে।

গতকাল বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিতালী মার্কেট সমিতির দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

জিডি সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার ১৪৭ নম্বর খোর্দ্দঘোষপাড়া মৌজার, সিএস ও এসএ ২৩০ নম্বর, আরএস-২৯২/২৯৩ দাগে ৩২ শতাংশ জমি মিতালী মার্কেট জামে মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে দেওয়ানি মামলা বিচারাধীন। এ সম্পত্তি দখলে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু কাজী আব্দুস সাত্তার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসিমশিউর রহমান জানান, উভয়পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্ত থাকার জন্য বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত