Ajker Patrika

‘ওয়ান স্টপ সার্ভিস নাগরিক সেবায় দৃষ্টান্ত হয়ে থাকবে’

রংপুর প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯
‘ওয়ান স্টপ সার্ভিস নাগরিক সেবায় দৃষ্টান্ত হয়ে থাকবে’

রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘রংপুর সিটি করপোরেশনের ওয়ান স্টপ সার্ভিস নাগরিক সেবায় দৃষ্টান্ত হয়ে থাকবে। রক্ষা করবে সিটি করপোরেশনের ভাবমূর্তি।’

নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে গতকাল রোববার দুপুরে রসিক ভবনে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রসিক মেয়র আরও বলেন, ‘ওয়ান স্টপ সার্ভিস মানে আমি এক স্পটে এসে আমার সেবাটাকে নিশ্চিত করব। নাগরিকদের সেই প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তাঁদের সঙ্গে সুন্দর ও সাবলীল আচরণ করতে হবে। নাগরিকদের সেবা গ্রহণে যেন কোনোপ্রকার হয়রানি হতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সামসুল হক, সচিব মো. রাশেদুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী প্রকৌশলী আজম আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজসহ কাউন্সিলররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত