Ajker Patrika

নিবন্ধন করেও টিকা নেননি ২১ হাজার মানুষ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
নিবন্ধন করেও টিকা নেননি ২১ হাজার মানুষ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করে এখন পর্যন্ত প্রথম ডোজ নেননি প্রায় ২১ হাজার মানুষ। টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫০৭ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৭ হাজার ৫৩২ জন। তবে ধীরে ধীরে করোনা টিকা গ্রহণে মানুষের অনীহা লক্ষ করা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা তৌফিক আহম্মেদ বলেন, ‘সাধারণ মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক প্রচার চালানো হয়েছে। আমাদের পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। রেজিস্ট্রেশনকারী যে কেউ চাইলেই টিকা গ্রহণ করতে পারবেন।’

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার টিকা পেতে এখন পর্যন্ত মোট রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ৫৯ হাজার ২৬০ জন। তাঁদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫০৭ জন।

এতে প্রায় ২১ হাজার মানুষ রেজিস্ট্রেশন করে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেননি। এ ছাড়া টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৭৭ হাজার ৫৩২ জন। উপজেলায় এখন পর্যন্ত বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২০ হাজার ৫৫২ জন।

এদিকে টিকা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ইতিমধ্যেই সরকারি-বেসরকারিভাবে প্রচার চালানো হয়েছে। বিভিন্ন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও কমিউনিটি ক্লিনিক ও বিভিন্ন অস্থায়ী করোনা টিকা কেন্দ্র স্থাপন করা হয়।

যেখানে রেজিস্ট্রেশনকারী ব্যক্তিদের সহজেই টিকা গ্রহণের সুযোগ ছিল। এ ছাড়া টিকা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিরা মাইকিং, বিভিন্ন সংস্থার উদ্যোগে উঠান বৈঠক ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার আবু সাঈদ বলেন, ‘ইউনিসেফের সহযোগিতায় আমরা করোনা টিকা গ্রহণে মানুষকে উৎসাহিত করতে উপজেলায় বিভিন্ন গ্রামে মাইকিং, উঠান বৈঠক, পথনাটক করেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত