Ajker Patrika

নির্বাচনী খিচুড়ি জব্দ করে এতিমখানায়

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৮
নির্বাচনী খিচুড়ি জব্দ করে এতিমখানায়

যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে বিতরণের জন্য খাবার রান্না করেন স্বতন্ত্র এক চেয়ারম্যান পদপ্রার্থী। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে এক কর্মীকে ৭ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া রান্না করা ১০ হাঁড়ি খিচুড়ি জব্দ স্থানীয় এতিমখানায় করে দেওয়া হয়েছে।

গত বুধবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি ইউপি নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর নির্বাচনী প্রচার কার্যালয় উদ্বোধন উপলক্ষে রঘুরামপুর এলাকায় কর্মী-সমর্থকদের জন্য খিচুড়ি রান্না করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ঘটনাস্থলে হাজির হন।

এ সময় তিনি ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খাদ্য বিতরণ করার অপরাধে ওই প্রার্থীর কর্মী রফিকুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করেন। রফিকুল ইসলামের বাড়ি রঘুরামপুর গ্রামে। পরে রান্না করা ১০ হাঁড়ি খিচুড়ি জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় ও শিশুদের মাঝে বিলি করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে নিরাপদ থাকবে যে দেশগুলো

ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় ডিভোর্স দিলেন স্ত্রী

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

পুলিশ কর্মকর্তা ৪ বার ধর্ষণ করেছে—মহারাষ্ট্রে নারী চিকিৎসকের হাতে লেখা সুইসাইড নোট

এলাকার খবর
Loading...