চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় করা মামলায় পাঁচ আসামি জামিনে মুক্ত হয়ে ক্যাম্পাসে অবাধে চলাফেরা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। তিনি নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
গত সোমবার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী। অভিযোগে ওই ছাত্রী লিখেছেন, ‘গত ২৯ এপ্রিল একদল ছেলে আমাকে আবার হেনস্তার চেষ্টা করে এবং সে বিষয়ে আমি আপনাকে (প্রক্টরকে) সে সময়ই অবগত করেছি এবং অভিযোগপত্র গত ৩০ এপ্রিল দাখিল করেছি। ঘটনাটি নিয়ে সেদিন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালাচ্ছেন নিপীড়কেরা। তাঁরা হুমকি এবং বিভিন্ন মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এগুলো স্পষ্টতই আইনের লঙ্ঘন এবং কিছু মন্তব্য ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।’
গত বছরের ১৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের পাশে ওই ছাত্রীকে মারধর ও যৌন নিপীড়ন এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আজিম হোসাইন, নৃবিজ্ঞান বিভাগের নুরুল আবছার বাবু, হাটহাজারী কলেজের নুর হোসেন শাওন ও মাসুদ রানা এবং সাইফুল। এঁদের মধ্যে আজিম ও বাবুকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বাকিদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এটি নিয়ে কাজ করছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল মনছুর বলেন, ‘আমরা ওই ছাত্রীর সাক্ষাৎকার নিয়েছি। অভিযুক্ত ব্যক্তিদের আমরা ডাকব, জিজ্ঞাসাবাদ করব। অভিযুক্ত যাঁরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় করা মামলায় পাঁচ আসামি জামিনে মুক্ত হয়ে ক্যাম্পাসে অবাধে চলাফেরা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। তিনি নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
গত সোমবার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী। অভিযোগে ওই ছাত্রী লিখেছেন, ‘গত ২৯ এপ্রিল একদল ছেলে আমাকে আবার হেনস্তার চেষ্টা করে এবং সে বিষয়ে আমি আপনাকে (প্রক্টরকে) সে সময়ই অবগত করেছি এবং অভিযোগপত্র গত ৩০ এপ্রিল দাখিল করেছি। ঘটনাটি নিয়ে সেদিন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালাচ্ছেন নিপীড়কেরা। তাঁরা হুমকি এবং বিভিন্ন মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এগুলো স্পষ্টতই আইনের লঙ্ঘন এবং কিছু মন্তব্য ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।’
গত বছরের ১৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের পাশে ওই ছাত্রীকে মারধর ও যৌন নিপীড়ন এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আজিম হোসাইন, নৃবিজ্ঞান বিভাগের নুরুল আবছার বাবু, হাটহাজারী কলেজের নুর হোসেন শাওন ও মাসুদ রানা এবং সাইফুল। এঁদের মধ্যে আজিম ও বাবুকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বাকিদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এটি নিয়ে কাজ করছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল মনছুর বলেন, ‘আমরা ওই ছাত্রীর সাক্ষাৎকার নিয়েছি। অভিযুক্ত ব্যক্তিদের আমরা ডাকব, জিজ্ঞাসাবাদ করব। অভিযুক্ত যাঁরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪