Ajker Patrika

রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ২৮
রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বরগুনার বেতাগী উপজেলার একটি পরিবারের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। চলাচলের রাস্তায় দেওয়া হয়েছে কাঁটাজাতীয় গাছের ডাল ও বাঁশের বেড়া। উপজেলার বিবিচিনি ইউনিয়নের গরিয়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

অবরুদ্ধ পরিবারের গৃহকর্তা ফোরকান বেপারী অভিযোগ করে বলেন, ‘পরিবারের ৮ সদস্য নিয়ে গত ১৪ বছর ধরে ওই বাড়িতে বসবাস করছি। দীর্ঘদিন ধরে আমার চাচাতো ভাই রুহুল আমিন বেপারীর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে কয়েক দফা এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম্য সালিসে মীমাংসা করা হয়। কিন্তু মীমাংসার পরেও আমার চাচাতো ভাই আমার বাড়ির প্রবেশ পথের জমির দাবি না ছেড়ে পথে বাঁশের বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে দেয়।’

বিবিচিনি ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. নওয়াব হোসেন নয়ন বলেন, ‘তাঁদের বিরোধপূর্ণ বিষয়গুলো সালিসগণ মীমাংসা করে দিয়েছেন। এ নিয়ে এখনো বিরোধ থাকার কথা নয়।’

অভিযুক্ত রুহুল আমিন বেপারী বলেন, ‘সালিস মীমাংসায় জমির সঠিক সমাধান করা হয়নি। আমার চাচাতো ভাই যে জমি দিয়ে তার বাড়ির পথ বানাতে চায় সে জমি আমার।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত