Ajker Patrika

যশোর-২: কদর বেড়েছে বিএনপি-জামায়াতের ভোটারের

আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
Thumbnail image

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসন সব সময়ই নৌকার নিরাপদ আসন হিসেবে থেকেছে। আসনটির আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক রফিকুল ইসলাম ও মোস্তফা ফারুক মোহাম্মদ মন্ত্রিসভাতেও স্থান পেয়েছেন। তবে এবার আসনটিতে সাবেক এমপি যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পরিস্থিতি কিছুটা ভিন্ন। নিরপেক্ষ পর্যবেক্ষকদের ধারণা, বিএনপি-জামায়াতের ভোটাররা বেশিসংখ্যক ভোট দিতে পারলে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

জানা গেছে, এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা স্কয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের প্রধান ডা. তৌহিদুজ্জামান তুহিন। তাঁর বিপক্ষে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এই আসনের ২০১৪-১৮ মেয়াদের এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। তিনি ১৯৭০ সালের গণপরিষদ সদস্য মরহুম আবুল ইসলামের ছেলে। তিনি ২০১৮ সালে দলীয় মনোনয়ন না পেলেও এলাকা ছাড়েননি। নির্বাচনী এলাকায় দলীয় কর্মসূচিসহ দল-মতনির্বিশেষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। ফলে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি জামায়াত-বিএনপির ভোটারদের কাছেও তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। অন্যদিকে ডা. তুহিন এলাকায় সজ্জন এবং হৃদ্‌রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। বিনয়ী হিসেবে তিনি সর্বমহলে প্রশংসিত।

এ বিষয়ে তৌহিদুজ্জামান তুহিন বলেন, এই অঞ্চলের ভোটাররা এবারও নৌকা প্রতীককে বিজয়ী করবেন।

স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেন, ‘সুষ্ঠু ভোট হলে ট্রাক মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত