Ajker Patrika

‘বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন’

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৪: ০৩
‘বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন’

বড় ধরনের আন্দোলনের জন্য সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। গত শনিবার বিকেলে ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সমাবেশের আগে জেলা শহরে শোভাযাত্রা বের করে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাবেশের সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিবের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শরীফ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্যসচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান ও আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র ও বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতি, ছাত্রদলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হেলাল আহম্মেদ সুমন প্রমুখ। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, শের আলী, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফেরদৌসি আক্তার লুসি, সাবেক সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘এ সরকার অবৈধ। তাঁরা গুম, খুন ও হত্যা করে সাধারণ মানুষকে চুপ রেখে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। তাঁদের আর সময় দেওয়া হবে না। ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।’ এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার জোর দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত