Ajker Patrika

সিসিক নির্বাচনে চাঙা নগরের রাজনীতি, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৯: ১৯
সিসিক নির্বাচনে চাঙা নগরের রাজনীতি, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত। সামনে মাঠের লড়াই। এবার নগর পিতা বেছে নেওয়ার পালা। প্রস্তুত সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা। পুরোদমে দৌড়ঝাঁপ শুরু করেছেন তাঁরা। বর্তমান মেয়র বিএনপির নেতা আরিফুল হক চৌধুরীর হ্যাটট্রিক নাকি নতুন মুখ বসছেন নগর পিতার আসনে, তা নিয়ে জল্পনা ভোটারদের। তবে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় অনেকে।

নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হলেও সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী চূড়ান্ত করতে পারেনি বড় দুই রাজনৈতিক দল—আওয়ামী লীগ ও বিএনপি। এবার আওয়ামী লীগের নির্বাচনকেন্দ্রিক তৎপরতার মধ্যে নীরব বিএনপি। নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বিএনপিতে ভর করছে নীরবতা। এই অবস্থায় সরব আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণাও একতরফা দেখা দিয়েছে।
জানা গেছে, গত রোববার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী যুক্তরাজ্য সফরে গেছেন। মেয়রের হঠাৎ লন্ডন যাওয়া নিয়ে চলছে নানা আলোচনা। দলীয় সূত্র জানায়, নির্বাচনে প্রার্থিতার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলীয় হাইকমান্ডের সিগন্যাল পাওয়ার লক্ষ্যেই তাঁর এ সফর।

এদিকে দলের অর্ধডজন নেতা মাঠে থাকলেও গ্রিন সিগন্যালের কথা বলে নগরী চষে বেড়াচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ নগরের বিভিন্ন স্থানে পোস্টার-বিলবোর্ড লাগিয়ে জোর প্রচার চালাচ্ছেন।

অন্যদিকে সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক শিল্পপতি নজরুল ইসলাম বাবুল ও কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী মেয়র পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া স্বতন্ত্র পদপ্রার্থী হতে পারেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তাঁদের পোস্টার, বিলবোর্ডও শোভা পাচ্ছে নগরের বিভিন্ন স্থানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত