তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ইরি-বোরো আবাদে কৃষিপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। প্রতিবছর সার-কীটনাশক, বীজ, ডিজেল ও শ্রমিকের দাম বাড়ছে। সেই অনুপাতে বাড়ছে না ধানের দাম। এতে বোরো চাষাবাদে হিমশিম খাচ্ছেন চাষিরা।
গত বছরের তুলনায় এবারের জ্বালানি তেলের দাম ১৫ টাকা বেশি। এদিকে সার (পটাশ) বস্তা প্রতি বৃদ্ধি হয়েছে ২০০ টাকা এবং টিএসপি কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে ৮-১০ টাকা। শ্রমিকের মজুরি বেড়েছে ২০০ টাকা থেকে ৩০০ টাকায়। তবুও ধানের দাম এবার ভালো পাওয়ায় আশায় চাষিরা ইরি-বোরো আবাদের দিকে ঝুঁকেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৯ হাজার ৫৪০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্জন হয়েছে ১৯ হাজার ৫৫৫ হেক্টর জমিতে।
খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামের সন্তোষ ঘোষ জানান, তিনি ইরি-বোরো আবাদ করেছেন ৬ বিঘা জমিতে। এবার ডিজেল কিনতে হচ্ছে ৮১ টাকা দরে। বেশি দামে ডিজেল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। ডিজেলের দাম কম হলে তিনি আরও বেশি জমিতে ইরি-বোরো আবাদ করতে পারতেন। বিদ্যুৎ চালিত সেচপাম্প ব্যবস্থা করতে পারলে খরচ আরও কম হতো বলে জানান তিনি।
নলতা গ্রামের ছমির মোড়ল জানান, একদিকে ডিজেল কিনতে হচ্ছে বেশি টাকায়। অন্যদিকে সার-কীটনাশকের দামও অনেক বেশি। পটাশের বস্তা ছিল ৭৫০ টাকা করে। সেই পটাশ এখন কিনতে হচ্ছে ৯৫০ টাকায়। প্রতি বস্তায় বৃদ্ধি পেয়েছে ২০০ টাকা করে। তা ছাড়া প্রতিকেজি টিএসপিতে বেড়েছে ৮-১০ টাকা। খোলা বাজারে ২২ টাকার টিএসপি এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
সার ব্যবসায়ী সরদার কবির আহম্মেদ জানান, ইরি-বোরো আবাদের প্রথম দিকে সার-কীটনাশকের চাহিদা একটু বেশি থাকে। ফলে আমাদের যেমন কিনতে হয় তেমনি বিক্রয় করি।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, সরকারি নির্দেশনায় সারের মূল্য বাড়েনি। যদি কোনো ব্যবসায়ী সারের মূল্য বৃদ্ধি করে তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া ডিজেলসহ অন্যান্য কৃষিপণ্যর দাম বাড়ায় চাষিদের ভর্তুকি দেওয়া হবে।
সাতক্ষীরার তালায় ইরি-বোরো আবাদে কৃষিপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। প্রতিবছর সার-কীটনাশক, বীজ, ডিজেল ও শ্রমিকের দাম বাড়ছে। সেই অনুপাতে বাড়ছে না ধানের দাম। এতে বোরো চাষাবাদে হিমশিম খাচ্ছেন চাষিরা।
গত বছরের তুলনায় এবারের জ্বালানি তেলের দাম ১৫ টাকা বেশি। এদিকে সার (পটাশ) বস্তা প্রতি বৃদ্ধি হয়েছে ২০০ টাকা এবং টিএসপি কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে ৮-১০ টাকা। শ্রমিকের মজুরি বেড়েছে ২০০ টাকা থেকে ৩০০ টাকায়। তবুও ধানের দাম এবার ভালো পাওয়ায় আশায় চাষিরা ইরি-বোরো আবাদের দিকে ঝুঁকেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৯ হাজার ৫৪০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্জন হয়েছে ১৯ হাজার ৫৫৫ হেক্টর জমিতে।
খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামের সন্তোষ ঘোষ জানান, তিনি ইরি-বোরো আবাদ করেছেন ৬ বিঘা জমিতে। এবার ডিজেল কিনতে হচ্ছে ৮১ টাকা দরে। বেশি দামে ডিজেল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। ডিজেলের দাম কম হলে তিনি আরও বেশি জমিতে ইরি-বোরো আবাদ করতে পারতেন। বিদ্যুৎ চালিত সেচপাম্প ব্যবস্থা করতে পারলে খরচ আরও কম হতো বলে জানান তিনি।
নলতা গ্রামের ছমির মোড়ল জানান, একদিকে ডিজেল কিনতে হচ্ছে বেশি টাকায়। অন্যদিকে সার-কীটনাশকের দামও অনেক বেশি। পটাশের বস্তা ছিল ৭৫০ টাকা করে। সেই পটাশ এখন কিনতে হচ্ছে ৯৫০ টাকায়। প্রতি বস্তায় বৃদ্ধি পেয়েছে ২০০ টাকা করে। তা ছাড়া প্রতিকেজি টিএসপিতে বেড়েছে ৮-১০ টাকা। খোলা বাজারে ২২ টাকার টিএসপি এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
সার ব্যবসায়ী সরদার কবির আহম্মেদ জানান, ইরি-বোরো আবাদের প্রথম দিকে সার-কীটনাশকের চাহিদা একটু বেশি থাকে। ফলে আমাদের যেমন কিনতে হয় তেমনি বিক্রয় করি।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, সরকারি নির্দেশনায় সারের মূল্য বাড়েনি। যদি কোনো ব্যবসায়ী সারের মূল্য বৃদ্ধি করে তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া ডিজেলসহ অন্যান্য কৃষিপণ্যর দাম বাড়ায় চাষিদের ভর্তুকি দেওয়া হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫