Ajker Patrika

মির্জাপুরে টিকা নেয়নি ৬৯৯ জন পরীক্ষার্থী

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ১২
মির্জাপুরে টিকা নেয়নি ৬৯৯ জন পরীক্ষার্থী

মির্জাপুরে ৬৯৯ জন এইচএসসি পরীক্ষার্থী করোনার টিকা নেয়নি। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার এই টিকা দেওয়া হয়। উপজেলার ৩ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী টিকা নেওয়ার কথা থাকলেও ২ হাজার ৬২৮ জন টিকা নিয়েছে। টিকা নেওয়ার হার শতকরা ৭৯ ভাগ।

সকাল ৯টার দিকে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ প্রমুখ।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর এই উপজেলায় মির্জাপুর ক্যাডেট কলেজসহ ৮টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৩২৭ জন। সরকারি নির্দেশনায় গতকাল তাঁদের জন্য ফাইজারের করোনা টিকা দেওয়ার আয়োজন করে স্বাস্থ্য বিভাগ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চললেও ৬৯৯ জন শিক্ষার্থী টিকা নেয়নি।

রাজাবাড়ি কলেজের শিক্ষার্থী ওমর আব্দুল্লাহ বলেন, টিকা নিতে পেরে খুবই ভালো লাগছে।

ফরিদুল ইসলাম বলেন, সকাল থেকেই ৬টি বুথে একযোগে টিকা দেওয়া শুরু হয়। যারা টিকা নেয়নি তাদের পরে জেলা সদরে গিয়ে টিকা নিতে হবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

পাগল বেশে মেয়েদের উত্ত্যক্তকারী সেই তরুণ গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত