Ajker Patrika

ওয়েবের চেনা মুখ শ্যামল

ওয়েবের চেনা মুখ শ্যামল

বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের শুরুর দিকে নিজের জাত চিনিয়েছিলেন শ্যামল মাওলা। ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ থেকে ‘মহানগর’ সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন শ্যামল। আলোচনায় থাকলেও মাঝে অনেকটা সময় ওটিটিতে তেমন দেখা যায়নি তাঁকে। তবে এ বছরের শুরু থেকে আবার নিয়মিত হয়েছেন। ভিকি জাহেদের ‘দ্য সাইলেন্স’ দিয়ে শুরু, এরপর শ্যামলকে দেখা গেছে ‘মহানগর-২’, ‘আন্তঃনগর’, ‘সদরঘাটের টাইগার-২’ সিরিজে। সিরিজ কিংবা ফিল্ম—প্রতিটি ওয়েব কনটেন্টেই অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ বিষয়ে শ্যামল মাওলা বলেন, ‘দর্শক যখন কোনো কাজের প্রশংসা করেন, তখন ভালো লাগে। আরও কাজের অনুপ্রেরণা পাই।’

শিগগির শ্যামলকে দেখা যাবে ভিকি জাহেদের ‘আমি কি তুমি?’ নামের আট পর্বের নতুন একটি সিরিজে। এতে তাঁর বিপরীতে রয়েছেন মেহজাবীন চৌধুরী। একই নির্মাতার দ্য সাইলেন্স ওয়েব সিরিজেও জুটি বেঁধেছিলেন তাঁরা। নতুন সিরিজ নিয়ে শ্যামল মাওলা বলেন, ‘মেহজাবীনের চরিত্রটি ঘিরেই সিরিজের জার্নি। আমরা সেই জার্নির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেছি। এর বেশি বললে গল্পের মজা নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় সিরিজটি দর্শকের কাছে বেশ উপভোগ্য হবে।’

সিরিজটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে শ্যামল বলেন, ‘ভিকি জাহেদের নির্দেশনায় মেহজাবীনের সঙ্গে করা দ্য সাইলেন্স সিরিজের অভিজ্ঞতা এবার খুব কাজে লেগেছে। একই টিমের সঙ্গে দ্বিতীয়বার কাজ করলে শিল্পী ও পরিচালক—দুই পক্ষের জন্যই সহজ হয়। সবাই মিলে আরাম করেই কাজটা শেষ করতে পেরেছি।’

ওটিটির সম্ভাবনা নিয়ে জানতে চাইলে শ্যামল মাওলা বলেন, ‘আমরা মাত্র শুরু করেছি। অনেক পথ পাড়ি দেওয়া বাকি। আর ভবিষ্যৎ নিয়ে তো আমি বলতে পারব না। কারণ, এর সঙ্গে ব্যবসা জড়িয়ে আছে। যাঁরা এ ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরাই এ বিষয়ে বিশদ বলতে পারবেন। আমি অভিনয়টা নিয়েই থাকতে চাই। ভিন্ন ভিন্ন গল্পে ভিন্ন চরিত্রে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টাটা করে যেতে চাই।’

‘আমি কি তুমি?’ সিরিজটি ছাড়াও ওটিটিতে আরও কয়েকটি কাজ আসছে শ্যামল মাওলার। তবে এখনই সেসব নিয়ে কথা বলতে চান না তিনি। শুধু জানালেন, দর্শকের জন্য সামনে আরও চমক আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত