Ajker Patrika

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথসভা

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬: ৩৬
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথসভা

‘দাম কমাও-জান বাঁচাও, সাম্প্রদায়িকতা রুখো’ স্লোগানে গৌরীপুরে পথসভা করা হয়েছে। উপজেলার বোকাইনগর ইউনিয়নে নাওড়া ভোটের বাজারে গত রোববার বিকেলে এ পথসভার আয়োজন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা শাখা কর্মসূচির ডাক দেয়।

উপজেলা শাখার সদস্য আব্দুল লতিবের সভাপতিত্বে ও এস এম শুভর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সুশান্ত দেবনাথ খোকন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারি, রিয়াজুল হাসনাত, উদীচী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ‘লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট একদিকে বাজার অন্যদিকে সরকার নিয়ন্ত্রণ করছে। একদিকে দ্রব্যমূল্য বাড়ছে অন্যদিকে সরকার লুটেরা মুনাফাখোর মজুতদারদের পাহারাদার হিসেবে সিন্ডিকেটকে রক্ষা করছে। জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায় নেই।’

বক্তারা আরও বলেন, করোনাকালে বেসরকারি চাকরিজীবীরা চাকরি হারিয়ে বেকার হয়েছে। সেই সময়ে সরকার এসব দিক বিবেচনায় না রেখে সুকৌশলে গত ৬ মাসে নিত্যপণ্যের দাম ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন প্রক্রিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে।’ এ সময় বিলম্বে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত