Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা: লাইভ

এ সপ্তাহের সিনেমা: লাইভ

আজ মুক্তি পাচ্ছে সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটির নতুন সিনেমা ‘লাইভ’। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা শামীম আহমেদ রনি। মাহি বলেন, ‘কাজ করে বুঝেছি, সিনেমাটি ভালো হয়েছে। শুটিংয়ে আমি আর সাইমন আলোচনা করতাম—এই সিনেমা দিয়ে আমাদের ক্যারিয়ারে বড় একটা টার্নিং আসবে।’

সাইকো থ্রিলার ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আদর আজাদ, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। মাহি, সাইমন ও আদর—তিনজনের সঙ্গেই পরিচালক রনির প্রথম কাজ।

পরিচালক বলেন, ‘মাহি-সাইমনের কাজ সম্পর্কে আমার আগে থেকেই ধারণা আছে। আদরকে শিবা শানু ভাইয়ের কথায় নেওয়া। ওকে নিয়ে আমার একটু ভয় ছিল। কিন্তু শুধু ও নয়, তিনজনই তাদের সর্বোচ্চ দিয়ে সিনেমাটিতে অভিনয় করেছে। মাহিকে এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে শর্ত দেওয়া ছিল ঘুমানো যাবে না। সে কিন্তু দুই দিন না ঘুমিয়ে কাজ করেছে। কারণ, না ঘুমানোর ফলে মানুষের চেহারা যেমন হয়, তেমনটাই আমাদের দরকার ছিল। সে তার সর্বোচ্চ ডেডিকেশন দিয়েছে। আমি বলব, মাহি, সাইমন ও আদর তাদের সর্বোচ্চটা দিয়েছে এ সিনেমায়।’

‘লাইভ’ সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। ২৬টি হলে সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত