Ajker Patrika

র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯
র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার র‍্যাবের রংপুর সদর দপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।

গ্রেপ্তার দুজন হলেন রংপুরের বাদল হাসান ওরফে জীবন (২৮) এবং ঠাকুরগাঁও জেলার মানিক দাস (৩৫)।

র‍্যাব জানায়, বাহিনীর একটি অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম বাওরা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৬৪৮ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কালো রঙের মাইক্রোবাস এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁদের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত