আবু সাইম, ঢাকা
দেশের তৃতীয় পর্যায়ের মোবাইল সেবা (থ্রি-জি) যেখানে গ্রাহকেরা ঠিকমতো পাচ্ছেন না, সেখানে ঢাকায় ফাইভ-জি নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে সরকারি সংস্থা টেলিটক। এতে ব্যয় হবে ২৩৬ কোটি টাকা। আগামী এক বছরে এ টাকা খরচ করতে চায় টেলিটক।
ময়মনসিংহ বিভাগের নতুন সদর নির্মাণে ‘ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন’ প্রকল্পে প্রায় হাজার একর জমি অধিগ্রহণ হবে। এতে ব্যয় হবে ১ হাজার ২২৪ কোটি টাকা।
দুটি প্রকল্পই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য উঠছে আজ।
অর্থনীতির চলমান সংকট মোকাবিলায় কৃচ্ছ্রসাধনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দিয়ে কম গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়া নিরুৎসাহিত করেছে। এতে চলমান ৬৫০ প্রকল্পে অর্থায়ন কমিয়ে দিয়েছে সরকার। এমনকি ৯০টি প্রকল্পে পুরো অর্থছাড়ই বন্ধ থাকবে। এমন মুহূর্তেও কম গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনে চাপ বাড়ছে। এতে নতুন প্রকল্পে বরাদ্দের চাপ তৈরি হবে।
আজ একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হচ্ছে আট প্রকল্প। এর মধ্যে তিনটি সংশোধিত, পাঁচটি নতুন। সব প্রকল্পেই ব্যয় হবে প্রায় আড়াই হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি বা দেশীয় অর্থ ব্যয় হবে ২ হাজার ৩৭০ কোটি টাকা। শুধু একটি প্রকল্পে ১২২ কোটি টাকা ঋণ নেওয়া হবে।
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর আজকের পত্রিকাকে বলেন, সব সময় প্রকল্পের পেছনে একটি সুবিধাভোগী পক্ষ থাকে। তারা চায় তাদের প্রকল্প যেকোনোভাবেই পাস হোক। বর্তমান অবস্থায় সরকারের উচিত বেছে বেছে প্রকল্প নেওয়া। এখনই দরকার নেই বা পরেও নেওয়া যাবে, সেসব প্রকল্প সংকট-পরবর্তী সময়ের জন্য রাখা উচিত। নতুন অপর দুটি প্রকল্পের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ‘বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পে ব্যয় হবে ১৬৪ কোটি টাকা। প্রকল্পটির মূল কাজ গবেষণা ও কর্মকর্তাদের প্রশিক্ষণ ও উচ্চতর ডিগ্রি অর্জন এবং প্রশিক্ষণ ও অফিসের সরঞ্জাম কেনা।
স্থানীয় সরকার বিভাগের ‘প্রকিউরমেন্ট অব মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট ফ্রম বেলারুশ ফর সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ অ্যান্ড সিটি করপোরেশন’ প্রকল্পে ব্যয় হবে ১৫০ কোটি টাকা।
এ ছাড়া সুরক্ষা সেবা বিভাগের ‘ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণে’র নতুন প্রকল্পে ব্যয় হবে ১৬২ কোটি টাকা।
একটি ‘কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমারে সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুনর্বাসন (১ম সংশোধিত)’ প্রকল্প। পানিসম্পদ মন্ত্রণালয়ের এ প্রকল্প যেন শেষ হয়েও হচ্ছে না। এরই মধ্যে তিনবার মেয়াদ বাড়ানো হয়েছে। ১৪১ কোটি টাকার প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়াবে ৩৬৮ কোটি টাকায়। ব্যয় বাড়ছে ১৬০ শতাংশ বা ২২৭ কোটি টাকা। মেয়াদ বাড়বে আরও এক বছর, ২০২৪ সাল পর্যন্ত। অনুমোদন পেলে এ প্রকল্পে বাড়তি ১৮৫ কোটি টাকা বরাদ্দ দিতে হবে এ বছর।
অন্তহীন আরেক প্রকল্প ‘উত্তরা লেক উন্নয়ন’। এর ব্যয় ৩৭ কোটি টাকা থেকে বেড়ে হচ্ছে ৯০ কোটি টাকা।
সুরক্ষা সেবা বিভাগের ‘কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী (১ম সংশোধিত)’ সংশোধনীর জন্য উঠছে। এর ব্যয়ও ৭৩ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৯৯ কোটি টাকা হয়েছে।
জানতে চাইলে পরিকল্পনাসচিব মামুন আল-রশীদ আজকের পত্রিকাকে বলেন, যে কারণেই হোক এসব প্রকল্প ঠিকমতো শেষ করতে পারেননি প্রকল্পসংশ্লিষ্টরা। এতে সরকারের অর্থের অপচয় হয়েছে, এটা স্বীকার করেই নিতে হবে।
দেশের তৃতীয় পর্যায়ের মোবাইল সেবা (থ্রি-জি) যেখানে গ্রাহকেরা ঠিকমতো পাচ্ছেন না, সেখানে ঢাকায় ফাইভ-জি নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে সরকারি সংস্থা টেলিটক। এতে ব্যয় হবে ২৩৬ কোটি টাকা। আগামী এক বছরে এ টাকা খরচ করতে চায় টেলিটক।
ময়মনসিংহ বিভাগের নতুন সদর নির্মাণে ‘ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন’ প্রকল্পে প্রায় হাজার একর জমি অধিগ্রহণ হবে। এতে ব্যয় হবে ১ হাজার ২২৪ কোটি টাকা।
দুটি প্রকল্পই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য উঠছে আজ।
অর্থনীতির চলমান সংকট মোকাবিলায় কৃচ্ছ্রসাধনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দিয়ে কম গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়া নিরুৎসাহিত করেছে। এতে চলমান ৬৫০ প্রকল্পে অর্থায়ন কমিয়ে দিয়েছে সরকার। এমনকি ৯০টি প্রকল্পে পুরো অর্থছাড়ই বন্ধ থাকবে। এমন মুহূর্তেও কম গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনে চাপ বাড়ছে। এতে নতুন প্রকল্পে বরাদ্দের চাপ তৈরি হবে।
আজ একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হচ্ছে আট প্রকল্প। এর মধ্যে তিনটি সংশোধিত, পাঁচটি নতুন। সব প্রকল্পেই ব্যয় হবে প্রায় আড়াই হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি বা দেশীয় অর্থ ব্যয় হবে ২ হাজার ৩৭০ কোটি টাকা। শুধু একটি প্রকল্পে ১২২ কোটি টাকা ঋণ নেওয়া হবে।
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর আজকের পত্রিকাকে বলেন, সব সময় প্রকল্পের পেছনে একটি সুবিধাভোগী পক্ষ থাকে। তারা চায় তাদের প্রকল্প যেকোনোভাবেই পাস হোক। বর্তমান অবস্থায় সরকারের উচিত বেছে বেছে প্রকল্প নেওয়া। এখনই দরকার নেই বা পরেও নেওয়া যাবে, সেসব প্রকল্প সংকট-পরবর্তী সময়ের জন্য রাখা উচিত। নতুন অপর দুটি প্রকল্পের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ‘বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পে ব্যয় হবে ১৬৪ কোটি টাকা। প্রকল্পটির মূল কাজ গবেষণা ও কর্মকর্তাদের প্রশিক্ষণ ও উচ্চতর ডিগ্রি অর্জন এবং প্রশিক্ষণ ও অফিসের সরঞ্জাম কেনা।
স্থানীয় সরকার বিভাগের ‘প্রকিউরমেন্ট অব মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট ফ্রম বেলারুশ ফর সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ অ্যান্ড সিটি করপোরেশন’ প্রকল্পে ব্যয় হবে ১৫০ কোটি টাকা।
এ ছাড়া সুরক্ষা সেবা বিভাগের ‘ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণে’র নতুন প্রকল্পে ব্যয় হবে ১৬২ কোটি টাকা।
একটি ‘কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমারে সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুনর্বাসন (১ম সংশোধিত)’ প্রকল্প। পানিসম্পদ মন্ত্রণালয়ের এ প্রকল্প যেন শেষ হয়েও হচ্ছে না। এরই মধ্যে তিনবার মেয়াদ বাড়ানো হয়েছে। ১৪১ কোটি টাকার প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়াবে ৩৬৮ কোটি টাকায়। ব্যয় বাড়ছে ১৬০ শতাংশ বা ২২৭ কোটি টাকা। মেয়াদ বাড়বে আরও এক বছর, ২০২৪ সাল পর্যন্ত। অনুমোদন পেলে এ প্রকল্পে বাড়তি ১৮৫ কোটি টাকা বরাদ্দ দিতে হবে এ বছর।
অন্তহীন আরেক প্রকল্প ‘উত্তরা লেক উন্নয়ন’। এর ব্যয় ৩৭ কোটি টাকা থেকে বেড়ে হচ্ছে ৯০ কোটি টাকা।
সুরক্ষা সেবা বিভাগের ‘কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী (১ম সংশোধিত)’ সংশোধনীর জন্য উঠছে। এর ব্যয়ও ৭৩ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৯৯ কোটি টাকা হয়েছে।
জানতে চাইলে পরিকল্পনাসচিব মামুন আল-রশীদ আজকের পত্রিকাকে বলেন, যে কারণেই হোক এসব প্রকল্প ঠিকমতো শেষ করতে পারেননি প্রকল্পসংশ্লিষ্টরা। এতে সরকারের অর্থের অপচয় হয়েছে, এটা স্বীকার করেই নিতে হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫