Ajker Patrika

‘নারী উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়াতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৯: ৫১
‘নারী উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়াতে হবে’

তিন সদস্যের একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করার কথা বলে পারভিনকে পাঠানো হয়েছিল সৌদি আরবে। সেখানে বিভীষিকাময় ১৪ দিন পার করে দেশে ফিরতে পেরেছেন তিনি। কল্যাণপুরের বাসিন্দা পারভিন বলেন, ‘আমারে কইছিল বাড়ির কাজ করতে হইব। দালালরে ধইরা ৪০ হাজার টাকা খরচ কইরা সৌদি আরবে গেছি। গিয়ে দেখি, সেই বাড়িতে মোট চৌদ্দজন সদস্য। অনেকগুলা বাচ্চা সেখানে। তারা সবাই আমারে ধইরা মারত। পরে আমার মালিকের শাশুড়ির বাড়িতে আমারে নিয়ে গেল, সে কইল আমারে রাখব না। তারা আমারে খাইতে দিত না। অনেক কষ্টে পুলিশের সঙ্গে যোগাযোগ করি।’ তাদের সাহায্যে দেশে ফিরতে পারেন তিনি।

গতকাল সোমবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত নারী অভিবাসী শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় করণীয় বিষয়ক মতবিনিময় সভায় এভাবেই নিজের অভিজ্ঞতা তুলে ধরেন পারভিন। এপিডব্লিউএলডি, কর্মজীবী নারী, সবুজের অভিযান ফাউন্ডেশন ও ডব্লিউএআরবিই যৌথভাবে এ সভার আয়োজন করে।

নারীর কর্মের মর্যাদা সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে দিতে হবে উল্লেখ করে সভার সভাপতি ও কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার এমপি বলেন, একজন নারীর কর্মের যোগফল দিয়ে তাঁকে মূল্যায়ন করতে হবে। তাঁকে সেই মূল্যায়ন যদি আমরা দিতে পারি, তাহলে তিনি যেখানে যেভাবেই থাকুন না কেন একটা মর্যাদা পাবেন। নারী হিসেবে আমি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি, তা সম্পর্কে সঠিক ধারণা না থাকলে যতভাবেই আমরা অধিকার চাই না কেন, সেই অধিকার আমরা পাব না।

অভিবাসী নারীদের ঋণগ্রস্ততার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান সাংসদ শিরীন আখতার। তিনি বলেন, বিশ্বে অভিবাসী শ্রমিক প্রেরণে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। কিন্তু একজন নারী যখন বিদেশে যান, বা বিদেশ থেকে ফিরে আসতে হয়, তখন তাঁরা ঋণে আবদ্ধ হয়ে যান। এই ঋণগ্রস্ততা কমাতে আমাদের ব্যবস্থা নিতে হবে। নারী উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়াতে হবে।

সবুজের অভিযান ফাউন্ডেশনের একটি উপস্থাপনায় উঠে এসেছে, অনানুষ্ঠানিক নিয়োগ পদ্ধতির কারণে নারী অভিবাসীরা প্রায়ই বিদেশে প্রতারণা ও হয়রানির সম্মুখীন হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিবাসন ও উন্নয়নবিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসের নির্বাহী কমিটির সভাপতি শামীম হায়দার পাটোয়ারী, এহসান আদিলুর রহমান এমপি, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত