Ajker Patrika

৮ ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ৫৪ জন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯: ৪২
৮ ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ৫৪ জন

মাগুরার মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচন হবে। গতকাল শুক্রবার চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্য প্রার্থীদের মধ্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয়ে বেলা ১১টায় প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাইজুল ইসলাম। এ সময় প্রার্থী ও তাঁর সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

জানা গেছে, মোট ৫৩৮ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬৫ জনের মধ্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জানা গেছে, বাবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মীর মো. সাজ্জাদ আলী নৌকা, মিজানুর রহমান পলাশ ঘোড়া এবং আলী আহম্মেদ মৃধা মিঞ্জু অটো ভ্যান; বিনোদপুর ইউনিয়নে শিকদার মিজানুর রহমান নৌকা, বারিক বিশ্বাস আনারস, শাকিবুল ইসলাম পিকুল ঘোড়া; দীঘা ইউনিয়নে খোকন মিয়া নৌকা, আলী রেজা টেলিফোন, মো. মোস্তাফিজুর রহমান চশমা, রাজকুমার সাহা ঘোড়া, ওহিদার রহমান মোটরসাইকেল, রাজাপুর ইউনিয়নে মিজানুর রহমান বিশ্বাস নৌকা, শাকিরুল ইসলাম ঘোড়া, শহিদুল ইসলাম চশমা, মো. শামিমুল হক মোটরসাইকেল, বালিদিয়া ইউনিয়নে মফিজুর রহমান মিনা নৌকা, মো. পান্নু মোল্যা চশমা, মুরাদ আলী টেবিল ফ্যান, মো. মাহাবুবুর রহমান আনারস, মহম্মদপুর ইউনিয়নে রাবেয়া বেগম নৌকা, মো. বাবুল আহম্মেদ ঘোড়া, ইকবল আক্তার কাফুর উজ্জ্বল টেবিল ফ্যান, মহিদুল ইসলাম চশমা, ইউসুফ শেখ আনারস, পলাশবাড়ীয়া ইউনিয়নে মো. আলাউদ্দিন মাহমুদ নৌকা, সৈয়দ সিকান্দার আলী ঘোড়া, রবিউল ইসলাম আনারস এবং নহাটা ইউনিয়নে আলী মিয়া নৌকা, মো. তৈয়েবুর রহমান ঘোড়া প্রতীক পেয়েছেন।

নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম প্রার্থীদের উদ্দেশে বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা অপ্রীতিকর ঘটনার ব্যাপারে সতর্ক রয়েছি। প্রার্থীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নির্বাচনী প্রচারের আহ্বান জানান তিনি। নির্বাচনে ১ লাখ ৬৫ হাজার ৯০৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত