Ajker Patrika

বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ১৫
বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

পিরোজপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে গণযোগাযোগ ও জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জুল হক সেন্টু।

এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছিল। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা রেখেছেন এ দেশের মুক্তিযোদ্ধারা। তাঁদের সম্মানী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানজনক পর্যায়ে বাড়িয়ে দিয়েছেন। এ সময় জেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান পরিবেশন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত