Ajker Patrika

ক্রেতাদের আনাগোনায় প্রাণ ফিরেছে দরজিপাড়ায়

সখীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৪: ৩০
ক্রেতাদের আনাগোনায় প্রাণ ফিরেছে দরজিপাড়ায়

ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সখীপুরের দরজি কারিগরেরা। শহরের বিভিন্ন এলাকার দরজিপাড়ায় কান পাতলেই শোনা যায় কেবল মেশিনের শব্দ। পৌর শহর ও বিভিন্ন মার্কেটগুলোতেও নারী-পুরুষের আনাগোনা দেখা গেছে। দীর্ঘদিন পর সেলাই মেশিনের শব্দ ও ক্রেতাদের আনাগোনায় যেন প্রাণ ফিরে পেয়েছে দরজিপাড়া।

করোনার কারণে জমে থাকা গত দুই বছরের আনন্দের স্বাদ নিতে চান ক্রেতা-বিক্রেতা সবাই। গত রোববার সখীপুরের দরজিপাড়া খ্যাত কচুয়া রোডের বিভিন্ন টেইলার্সের দোকান, কুরবান আলী প্লাজা, শামীম টাওয়ার, ফাহিম সুপার মার্কেট, খান সুপার মার্কেটের দরজির দোকানসহ ছোট-বড় সব দরজির দোকানেই ক্রেতাদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। তাঁদের অনেকেই বাইরে থেকে কাপড় কিনে সেলাই করাতে নিয়ে এসেছেন দরজির দোকানে। কেউ বড় প্যান্ট ছোট করছেন আবার কেউ কেউ শরীরের মানিয়ে তৈরি করতে এসেছেন নতুন জামা।

আট বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে প্রবাসী আলমগীর হোসেন এসেছেন পৌর শহরের সরকারি মুজিব কলেজ রোডের বস্ টেইলার্সে। তিনি বলেন, ‘বানানো কাপড়ে আরাম বেশি, পাশাপাশি দীর্ঘদিন ব্যবহারও করা যায়। আমি সব সময় বানানো জামা কাপড়ই পরি। ঈদ উপলক্ষে আমি আর আমার ছেলে একই রঙের কাপড় কিনেছি, এখানে এসেছি তা দিয়ে জামা তৈরি করতে।’

ব্যবসায়ী ও দরজি কাটিং মাস্টার মো. বেলায়েত হোসেন বলেন, ‘ঈদ আমাদের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ সময়। বছরের এই সময়টাতে আমরা অন্যান্য সময়ের থেকে কয়েক গুণ বেশি কাজ করি। কিন্তু গত দুই-তিন বছর করোনার কারণে আমরা ব্যবসা করতে পারিনি। এ বছর একটা ভালো ব্যবসা হবে এমনটাই প্রত্যাশা করছি।’

শুধু শহরের মার্কেটগুলোতেই নয়, ব্যস্ততা দেখা গেছে গ্রাম পাড়া-মহল্লার দরজি দোকানগুলোতেও। এসব দোকানেও কাজের চাপ বেড়েছে কয়েকগুণ, নারী কারিগরেরাও গভীর রাত পর্যন্ত কাপড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। মেয়েদের জামা, থ্রি-পিস, ব্লাউজসহ কাপড় সেলাইয়ে গ্রামের দরজিদের ব্যস্ততাও চোখে পড়ার মতো।

উপজেলার প্রতিমা বংকী এলাকার নারী দরজি শারমিন সুলতানা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে টেইলারিংয়ের কাজের সঙ্গে জড়িত। সংসারের কাজের ফাঁকে নিজের বাসাতেই কাজ করি। ঈদ সামনে রেখে এখন কাজের চাপ বেশি। এবারের ঈদে এখন পর্যন্ত বেশ অর্ডার পেয়েছি। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কাজের চাপ বাড়ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত