নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাআলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দেনা প্রায় ৯৫০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির কাছে গ্রাহকেরা ৭০০ কোটি আর পণ্য সরবরাহকারীরা ২৫০ কোটি টাকা পাবেন। তবে অর্থ আত্মসাৎ ও প্রতারণার ঘটনায় গুলশান থানার মামলায় তিন দিনের রিমান্ডে নিজেকে নির্দোষ দাবি করে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বলেন, তাঁর বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করা যাবে না। কোনো দোষও তিনি করেননি। তদন্ত কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার রাসেল দম্পতিকে আদালতে হাজির করা হবে। আপাতত তাঁদের আর রিমান্ড চাইবে না পুলিশ। রিমান্ডে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে। পরে প্রয়োজন হলে আবার রিমান্ডের আবেদন করবে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রিমান্ডে অর্থ আত্মসাৎ ও পাচারের বিষয়ে তেমন কোনো তথ্য দেননি রাসেল। তিনি, তাঁর স্ত্রী ও তাঁদের পরিবারের অন্য সদস্যদের দেশ-বিদেশে থাকা সম্পদের হিসাব জানতে চেয়েছিল পুলিশ।
জিজ্ঞাসাবাদে রাসেল তদন্ত কর্মকর্তাদের বলেন, আইনি লড়াইয়ে তাঁর বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করা যাবে না। অনেক কম দামে, বেশি ছাড়ে তিনি পণ্য বিক্রি করেছেন। সবাই যে পণ্য পাননি, বিষয়টি এমন নয়। এখন সবাই বলছেন, আমি এত টাকা কী করেছি। ছাড়ে পণ্য বিক্রি, ইভ্যালির প্রচার-বিজ্ঞাপনেও অনেক অর্থ খরচ হয়েছে।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নিউটন দাস বলেন, ‘তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনকে আদালতে তোলা হবে। অর্থ আত্মসাৎ ও প্রতারণার ঘটনায় আমরা তাঁদের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। এগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।’
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধানমন্ডি থানায় ব্যবসায়ীর করা মামলায় মোহাম্মদ রাসেল ও ইভ্যালির চেয়ারপারসন শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে। এই মামলায় আদালত গ্রেপ্তারের অনুমতি দিলে তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
মুক্তি দাবি
রাসেল ও তাঁর স্ত্রীর মুক্তির দাবিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে পারে বাংলাদেশ ই-কমার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বেকওয়া)। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকিব হাসান আজকের পত্রিকাকে এ কথা জানিয়েছেন।
এর আগে গত রোববার বিকেলে ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ের সামনে স্মারকলিপিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের একাংশ। এই কর্মসূচির মাধ্যমে ২ হাজারের বেশি গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে বেকওয়া।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া ইভ্যালির পণ্য সরবরাহকারী হাবিবুর রহমান বলেন, ‘আমার ৭ লাখ টাকা পাওনা আছে। আমি মোহাম্মদ রাসেলের মুক্তি চাই। কারণ, তিনি ছাড়া আমাদের টাকা আর কেউ ফেরত দিতে পারবে না।’
ইভ্যালির গ্রাহক প্রান্ত বলেন, ডেসটিনিসহ অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা গেছে, মালিকদের আটকে রাখা হয়েছে। কিন্তু গ্রাহকেরা টাকা পাননি। ইভ্যালির ক্ষেত্রেও সেটি হোক, তা কেউ চান না।
নিজস্ব প্রতিবেদক, ঢাকাআলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দেনা প্রায় ৯৫০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির কাছে গ্রাহকেরা ৭০০ কোটি আর পণ্য সরবরাহকারীরা ২৫০ কোটি টাকা পাবেন। তবে অর্থ আত্মসাৎ ও প্রতারণার ঘটনায় গুলশান থানার মামলায় তিন দিনের রিমান্ডে নিজেকে নির্দোষ দাবি করে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বলেন, তাঁর বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করা যাবে না। কোনো দোষও তিনি করেননি। তদন্ত কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার রাসেল দম্পতিকে আদালতে হাজির করা হবে। আপাতত তাঁদের আর রিমান্ড চাইবে না পুলিশ। রিমান্ডে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে। পরে প্রয়োজন হলে আবার রিমান্ডের আবেদন করবে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রিমান্ডে অর্থ আত্মসাৎ ও পাচারের বিষয়ে তেমন কোনো তথ্য দেননি রাসেল। তিনি, তাঁর স্ত্রী ও তাঁদের পরিবারের অন্য সদস্যদের দেশ-বিদেশে থাকা সম্পদের হিসাব জানতে চেয়েছিল পুলিশ।
জিজ্ঞাসাবাদে রাসেল তদন্ত কর্মকর্তাদের বলেন, আইনি লড়াইয়ে তাঁর বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করা যাবে না। অনেক কম দামে, বেশি ছাড়ে তিনি পণ্য বিক্রি করেছেন। সবাই যে পণ্য পাননি, বিষয়টি এমন নয়। এখন সবাই বলছেন, আমি এত টাকা কী করেছি। ছাড়ে পণ্য বিক্রি, ইভ্যালির প্রচার-বিজ্ঞাপনেও অনেক অর্থ খরচ হয়েছে।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নিউটন দাস বলেন, ‘তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনকে আদালতে তোলা হবে। অর্থ আত্মসাৎ ও প্রতারণার ঘটনায় আমরা তাঁদের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। এগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।’
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধানমন্ডি থানায় ব্যবসায়ীর করা মামলায় মোহাম্মদ রাসেল ও ইভ্যালির চেয়ারপারসন শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে। এই মামলায় আদালত গ্রেপ্তারের অনুমতি দিলে তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
মুক্তি দাবি
রাসেল ও তাঁর স্ত্রীর মুক্তির দাবিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে পারে বাংলাদেশ ই-কমার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বেকওয়া)। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকিব হাসান আজকের পত্রিকাকে এ কথা জানিয়েছেন।
এর আগে গত রোববার বিকেলে ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ের সামনে স্মারকলিপিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের একাংশ। এই কর্মসূচির মাধ্যমে ২ হাজারের বেশি গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে বেকওয়া।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া ইভ্যালির পণ্য সরবরাহকারী হাবিবুর রহমান বলেন, ‘আমার ৭ লাখ টাকা পাওনা আছে। আমি মোহাম্মদ রাসেলের মুক্তি চাই। কারণ, তিনি ছাড়া আমাদের টাকা আর কেউ ফেরত দিতে পারবে না।’
ইভ্যালির গ্রাহক প্রান্ত বলেন, ডেসটিনিসহ অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা গেছে, মালিকদের আটকে রাখা হয়েছে। কিন্তু গ্রাহকেরা টাকা পাননি। ইভ্যালির ক্ষেত্রেও সেটি হোক, তা কেউ চান না।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫