Ajker Patrika

মাহমুদউল্লাহর কি তবে শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাহমুদউল্লাহর কি তবে শেষ

টি-টোয়েন্টিতে তিনি থেকেও নেই। ওয়ানডেতে সর্বশেষ ইংল্যান্ড সিরিজের তিন ম্যাচই খেলেছেন। সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট যে খুব কথা বলেছে, বলার সুযোগ নেই। ৭১ রান করেছেন তিন ম্যাচে। মিডল অর্ডারে দলের ভরসা হতে পারছেন না বেশ কিছুদিন ধরে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ঘোষিত বাংলাদেশ দলেও নেই মাহমুদউল্লাহ। প্রশ্নটা তাই এবার ভালোভাবেই উঠেছে, মাহমুদউল্লাহর কি তবে শেষের শুরু হয়ে গেছে? দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তাঁর না থাকাকে ‘বিশ্রাম’ হিসেবে দেখিয়েছেন। তবে প্রেক্ষাপট যা বলছে, বিশ্রামের আদলে মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ারের পাশে ‘শেষ’ শব্দটাই কি বসে গেছে? আয়ারল্যান্ড সিরিজে মিডল অর্ডারে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি, নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন তৌহিদ হৃদয়। তাঁরা দায়িত্ব ঠিকঠাক বুঝে নিতে পারলেই হয়তো শেষের ঘণ্টা বেজে যাবে মাহমুদউল্লাহর।

মাহমুদউল্লাহর বিশ্রাম হতে যাচ্ছে তাঁর বিকল্প তৈরির পদক্ষেপ হিসেবেই। যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ, সেখানে চোখ রাখতে হচ্ছে বিসিবিকে। এ নিয়ে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন গতকাল বলেছেন, ‘যখন বড় টুর্নামেন্ট আসবে, সেখানে সে (মাহমুদউল্লাহ) আগেই খেলেছে। তার ওখানে গিয়ে পরীক্ষা দেওয়ার কিছু নেই। তবে তার জায়গায় কাউকে নিতে হলে তাকে পরীক্ষা দিতে হবে। এই চিন্তাভাবনা থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত