নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন বিভাগ। বারান্দায় তো আছেই, সিঁড়ির পাশ থেকেই রোগীতে ঠাসা। মেডিসিন বিভাগের ভেতরে আরও ভয়াবহ অবস্থা। শয্যার পাশে মেঝেতেও রোগী। সাধারণ রোগীর সঙ্গে ভর্তি বেড়েছে ডেঙ্গু রোগীও। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল।
সরেজমিন দেখা গেছে, বিভাগের ভেতর মশারি টানিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসা না পাওয়া নিয়ে রোগীদের কোনো অভিযোগ নেই। চিকিৎসকের সংকট থাকলেও যাঁরা আছেন, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
হালিশহর বি ব্লকের বাসিন্দা মো. রবিউল পাঁচ দিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় ডেঙ্গুর উপস্থিতি মেলে। এরপর মশারি টানিয়ে তাঁকে রাখা হয়েছে। তাঁর বোন মিশকাত বলেন, রবিউল প্রথম দিকে অনেক দুর্বল ছিল। জ্বরও বেশি ছিল। চমেকে ভর্তি করানোর দুদিন পর থেকে ভালো লাগছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও কয়েক দিন থাকতে হবে।
চন্দনাইশের রিপা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত সোমবার রাতে চমেকে ভর্তি হন। তিনি বলেন, এখনো পুরোপুরি সুস্থতাবোধ করছেন না তিনি। গতকাল সকালে চিকিৎসকেরা দেখেছেন। প্ল্যাটিলেট কম।
চমেকের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার চৌধুরী ফরহাদ কামাল বলেন, বর্তমানে ১৪০ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ডেঙ্গু রোগী ২৫ জন। তাঁদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা যাতে সংক্রমিত না হন, সে জন্য মশারি টানিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯২ জন।
মো. ইলিয়াস চৌধুরী আরও বলেন, ডেঙ্গু হলে রক্তের প্ল্যাটিলেট তিন-চার দিন পরপর পরীক্ষা করিয়ে দেখতে হয়। এটি কমতে থাকলে ঝুঁকি বাড়ে। তাই প্ল্যাটিলেট এক লাখের নিচে নামলে হাসপাতালে ভর্তি হওয়া নিরাপদ। এ ছাড়া রক্তচাপ কমে গেলে, খেতে না পারলে বা বমি হলে হাসপাতালে ভর্তি করাতে হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন বিভাগ। বারান্দায় তো আছেই, সিঁড়ির পাশ থেকেই রোগীতে ঠাসা। মেডিসিন বিভাগের ভেতরে আরও ভয়াবহ অবস্থা। শয্যার পাশে মেঝেতেও রোগী। সাধারণ রোগীর সঙ্গে ভর্তি বেড়েছে ডেঙ্গু রোগীও। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল।
সরেজমিন দেখা গেছে, বিভাগের ভেতর মশারি টানিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসা না পাওয়া নিয়ে রোগীদের কোনো অভিযোগ নেই। চিকিৎসকের সংকট থাকলেও যাঁরা আছেন, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
হালিশহর বি ব্লকের বাসিন্দা মো. রবিউল পাঁচ দিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় ডেঙ্গুর উপস্থিতি মেলে। এরপর মশারি টানিয়ে তাঁকে রাখা হয়েছে। তাঁর বোন মিশকাত বলেন, রবিউল প্রথম দিকে অনেক দুর্বল ছিল। জ্বরও বেশি ছিল। চমেকে ভর্তি করানোর দুদিন পর থেকে ভালো লাগছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও কয়েক দিন থাকতে হবে।
চন্দনাইশের রিপা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত সোমবার রাতে চমেকে ভর্তি হন। তিনি বলেন, এখনো পুরোপুরি সুস্থতাবোধ করছেন না তিনি। গতকাল সকালে চিকিৎসকেরা দেখেছেন। প্ল্যাটিলেট কম।
চমেকের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার চৌধুরী ফরহাদ কামাল বলেন, বর্তমানে ১৪০ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ডেঙ্গু রোগী ২৫ জন। তাঁদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা যাতে সংক্রমিত না হন, সে জন্য মশারি টানিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯২ জন।
মো. ইলিয়াস চৌধুরী আরও বলেন, ডেঙ্গু হলে রক্তের প্ল্যাটিলেট তিন-চার দিন পরপর পরীক্ষা করিয়ে দেখতে হয়। এটি কমতে থাকলে ঝুঁকি বাড়ে। তাই প্ল্যাটিলেট এক লাখের নিচে নামলে হাসপাতালে ভর্তি হওয়া নিরাপদ। এ ছাড়া রক্তচাপ কমে গেলে, খেতে না পারলে বা বমি হলে হাসপাতালে ভর্তি করাতে হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪