Ajker Patrika

ডেঙ্গু রোগীতে ঠাসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৩: ২০
ডেঙ্গু রোগীতে ঠাসা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন বিভাগ। বারান্দায় তো আছেই, সিঁড়ির পাশ থেকেই রোগীতে ঠাসা। মেডিসিন বিভাগের ভেতরে আরও ভয়াবহ অবস্থা। শয্যার পাশে মেঝেতেও রোগী। সাধারণ রোগীর সঙ্গে ভর্তি বেড়েছে ডেঙ্গু রোগীও। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল।

সরেজমিন দেখা গেছে, বিভাগের ভেতর মশারি টানিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসা না পাওয়া নিয়ে রোগীদের কোনো অভিযোগ নেই। চিকিৎসকের সংকট থাকলেও যাঁরা আছেন, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

হালিশহর বি ব্লকের বাসিন্দা মো. রবিউল পাঁচ দিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় ডেঙ্গুর উপস্থিতি মেলে। এরপর মশারি টানিয়ে তাঁকে রাখা হয়েছে। তাঁর বোন মিশকাত বলেন, রবিউল প্রথম দিকে অনেক দুর্বল ছিল। জ্বরও বেশি ছিল। চমেকে ভর্তি করানোর দুদিন পর থেকে ভালো লাগছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও কয়েক দিন থাকতে হবে। 
চন্দনাইশের রিপা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত সোমবার রাতে চমেকে ভর্তি হন। তিনি বলেন, এখনো পুরোপুরি সুস্থতাবোধ করছেন না তিনি। গতকাল সকালে চিকিৎসকেরা দেখেছেন। প্ল্যাটিলেট কম।

চমেকের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার চৌধুরী ফরহাদ কামাল বলেন, বর্তমানে ১৪০ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ডেঙ্গু রোগী ২৫ জন। তাঁদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা যাতে সংক্রমিত না হন, সে জন্য মশারি টানিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯২ জন।

মো. ইলিয়াস চৌধুরী আরও বলেন, ডেঙ্গু হলে রক্তের প্ল্যাটিলেট তিন-চার দিন পরপর পরীক্ষা করিয়ে দেখতে হয়। এটি কমতে থাকলে ঝুঁকি বাড়ে। তাই প্ল্যাটিলেট এক লাখের নিচে নামলে হাসপাতালে ভর্তি হওয়া নিরাপদ। এ ছাড়া রক্তচাপ কমে গেলে, খেতে না পারলে বা বমি হলে হাসপাতালে ভর্তি করাতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত