নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলের কোচিং স্টাফে স্থানীয়দের সুযোগ দেওয়ার ব্যাপারে অনেক সময় ইতিবাচক বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাস্তবচিত্র উল্টো। মূলত স্থানীয় কোচদের তারা খুব ‘ঠেকে’ গেলে কাজে লাগায়। সহকারী কোচের জন্য যখন গত বছর বিজ্ঞপ্তি দিয়েছিল ক্রিকেট বোর্ড, দু-একজন স্থানীয় কোচও আবেদন করেছিলেন সে পদে। শেষ পর্যন্ত প্রোটিয়া কোচ নিক পোথাসের সঙ্গে দুই বছরের চুক্তি করে বিসিবি।
গত পরশু চারটি পদ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। অতীতে যেহেতু সেভাবে মূল্যায়ন হয়নি, উল্লিখিত পদে এবার স্থানীয় কোচদের আবেদনের ব্যাপারে রয়েছে অনীহা। এর আগে সহকারী কোচ পদে আবেদন করা স্থানীয় এক কোচ আক্ষেপের সঙ্গেই গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘গতবার আবেদন করেছিলাম, কিন্তু মূল্যায়ন করেনি তারা। কী আর বলব, এটা তো সব সময়ই হয়, আপনারা জানেন। এবার আর কোনো পদে আমি আবেদন করব না।’
বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনও বিদায় নিয়েছেন। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের সফরে অন্তর্বর্তীকালীন পারফরম্যান্স বিশ্লেষক ছিলেন অস্ট্রেলিয়ান মহসিন শেখ পারভেজ। বিসিবির একটি সূত্র জানিয়েছে, যেহেতু বিজ্ঞপ্তিতে পারফরম্যান্স বিশ্লেষক চাওয়া হয়েছে, তার অর্থ মহসিন আর থাকছেন না। ট্রেনার নিকোলাস লিও নেই। লম্বা সময় বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদশূন্য, এবার আলাদা ব্যাটিং কোচও চাচ্ছে বিসিবি।
মেয়াদ শেষ হওয়া স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। স্পিন বোলিং কোচের বিজ্ঞপ্তি কেন দেওয়া হয়নি, এ প্রসঙ্গে তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ‘স্পিন বোলিং কোচ আমরা এখন দিইনি। কারণ, রঙ্গনা হেরাথের সঙ্গে আমরা কথা বলব। তাকে একটা প্রস্তাব দেওয়া হবে। ওটা দেখে তারপর চিন্তাভাবনা করা হবে।’
স্থানীয় একজন কোচকে স্পিন কোচ হিসেবে পূর্ণকালীন কোচিংয়ের প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে পারিবারিক ও ব্যক্তিগত কিছু কারণে আগ্রহ দেখাননি তিনি। এবারও বিসিবির কোনো কোচিং পদে আগ্রহ নেই তাঁর।
নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদনে আগ্রহী নন সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটের সফল কোচ রাজিন সালেহও, ‘সব সময় আশা করি দেশের হয়ে কাজ করব। আমাদের নিয়ে যদি তাদের কাজ করার আসলে ইচ্ছে থাকে, তাহলে বিজ্ঞপ্তি দিয়ে আমাদের প্রোফাইল জমা নিতে হবে কেন? আমার মনে হয়, ক্রিকেট বোর্ড আগ্রহী হয়েই আমাদের ডাকা উচিত।’
বাংলাদেশ দলের কোচিং স্টাফে স্থানীয়দের সুযোগ দেওয়ার ব্যাপারে অনেক সময় ইতিবাচক বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাস্তবচিত্র উল্টো। মূলত স্থানীয় কোচদের তারা খুব ‘ঠেকে’ গেলে কাজে লাগায়। সহকারী কোচের জন্য যখন গত বছর বিজ্ঞপ্তি দিয়েছিল ক্রিকেট বোর্ড, দু-একজন স্থানীয় কোচও আবেদন করেছিলেন সে পদে। শেষ পর্যন্ত প্রোটিয়া কোচ নিক পোথাসের সঙ্গে দুই বছরের চুক্তি করে বিসিবি।
গত পরশু চারটি পদ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। অতীতে যেহেতু সেভাবে মূল্যায়ন হয়নি, উল্লিখিত পদে এবার স্থানীয় কোচদের আবেদনের ব্যাপারে রয়েছে অনীহা। এর আগে সহকারী কোচ পদে আবেদন করা স্থানীয় এক কোচ আক্ষেপের সঙ্গেই গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘গতবার আবেদন করেছিলাম, কিন্তু মূল্যায়ন করেনি তারা। কী আর বলব, এটা তো সব সময়ই হয়, আপনারা জানেন। এবার আর কোনো পদে আমি আবেদন করব না।’
বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনও বিদায় নিয়েছেন। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের সফরে অন্তর্বর্তীকালীন পারফরম্যান্স বিশ্লেষক ছিলেন অস্ট্রেলিয়ান মহসিন শেখ পারভেজ। বিসিবির একটি সূত্র জানিয়েছে, যেহেতু বিজ্ঞপ্তিতে পারফরম্যান্স বিশ্লেষক চাওয়া হয়েছে, তার অর্থ মহসিন আর থাকছেন না। ট্রেনার নিকোলাস লিও নেই। লম্বা সময় বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদশূন্য, এবার আলাদা ব্যাটিং কোচও চাচ্ছে বিসিবি।
মেয়াদ শেষ হওয়া স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। স্পিন বোলিং কোচের বিজ্ঞপ্তি কেন দেওয়া হয়নি, এ প্রসঙ্গে তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ‘স্পিন বোলিং কোচ আমরা এখন দিইনি। কারণ, রঙ্গনা হেরাথের সঙ্গে আমরা কথা বলব। তাকে একটা প্রস্তাব দেওয়া হবে। ওটা দেখে তারপর চিন্তাভাবনা করা হবে।’
স্থানীয় একজন কোচকে স্পিন কোচ হিসেবে পূর্ণকালীন কোচিংয়ের প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে পারিবারিক ও ব্যক্তিগত কিছু কারণে আগ্রহ দেখাননি তিনি। এবারও বিসিবির কোনো কোচিং পদে আগ্রহ নেই তাঁর।
নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদনে আগ্রহী নন সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটের সফল কোচ রাজিন সালেহও, ‘সব সময় আশা করি দেশের হয়ে কাজ করব। আমাদের নিয়ে যদি তাদের কাজ করার আসলে ইচ্ছে থাকে, তাহলে বিজ্ঞপ্তি দিয়ে আমাদের প্রোফাইল জমা নিতে হবে কেন? আমার মনে হয়, ক্রিকেট বোর্ড আগ্রহী হয়েই আমাদের ডাকা উচিত।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫