Ajker Patrika

প্রচারে ব্যস্ত প্রার্থীরা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৪: ০৯
প্রচারে ব্যস্ত প্রার্থীরা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের লোহাগাড়ার ৬ ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।

সরেজমিন দেখা গেছে, প্রতিটি পাড়া-মহল্লায়, অলি-গলি ও চায়ের দোকান পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, নসিমন ও রিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচার করা হচ্ছে। মাইকে বিভিন্ন গানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন প্রার্থীরা। এ ছাড়া প্রার্থীরা সমর্থকদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে ভোট কামনা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা এলাকায়-এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন থেকে শুরু করে নির্বাচনী জনসভা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীরা সরব হচ্ছেন নির্বাচনী মাঠে।

জানা গেছে, ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা। লোহাগাড়ার এই ৯ ইউনিয়নের মধ্যে ৬ ইউপিতে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপিগুলো হলো বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, কলাউজান, পদুয়া ও চরম্বা।

এর আগে ২০২০ সালের ২০ অক্টোবর লোহাগাড়া সদর, আধুনগর ও আমিরাবাদ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

চুনতি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. জয়নুল আবদিন বলেন, ‘আমি দুবারের নির্বাচিত চেয়ারম্যান। বিগত সময়ে আমি এলাকায় অনেক উন্নয়ন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চুনতিবাসী আমাকে আবারও চেয়ারম্যান নির্বাচিত করবেন।’

চুনতির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘চুনতিবাসীর সেবক হওয়ার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। বেশ সাড়া পাচ্ছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিপুল ভোটে জয়লাভ করব। আমি নির্বাচিত হলে চুনতিকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে পরিণত করব।’

পদুয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আকতার কামাল পারভেজ বলেন, ‘গণসংযোগ করে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত