গত শুক্রবার রাতের ঘটনা। ‘রক অ্যান্ড রিদম ৩.০’ কনসার্ট চলছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলভর্তি দর্শক। তিল ধারণের জায়গা নেই। রাজধানীতে প্রায়ই রক কনসার্টের আয়োজন হয়। তবে এই কনসার্ট অন্যগুলোর চেয়ে একেবারেই আলাদা। দর্শকদের জন্য তো অবশ্যই, ব্যান্ডগুলোর জন্যও বিশেষ। কারণ যে ১২টি ব্যান্ড গাইতে এসেছে কনসার্টে, সবাই ট্রিবিউট দেবে তাদের প্রিয় ব্যান্ডকে। কেউ গাইবে লিংকিন পার্ক, নির্ভানা, গানস অ্যান্ড রোজেস, পিংক ফ্লয়েডের গান; কারও কণ্ঠে শোনা যাবে জিমি হেনড্রিক্স, বব ডিলান কিংবা বব মার্লেকে।
প্রিয় ব্যান্ডের পরিবেশনায় প্রিয় শিল্পীর গান শুনতে তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন দর্শকেরা। বিকেল থেকেই শুরু হয় গিটারের ঝংকার। একপর্যায়ে মঞ্চে ওঠে ব্যান্ড আরবোভাইরাস। দুই দশকের বেশি সময় ধরে দেশের রকগানপ্রেমী তারুণ্যের প্রিয় ব্যান্ডের তালিকায় রয়েছে তারা। কথা ছিল, এ কনসার্টে আরবোভাইরাস গাইবে লিংকিন পার্ক ও গ্রিন ডে ব্যান্ডের গান। একে একে এ দুই ব্যান্ডের কালজয়ী কিছু গান শুনিয়ে একেবারে শেষমুহূর্তে যা করল আরবোভাইরাস, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই।
নিজেদের পারফরম্যান্স শেষ হতেই দলের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট সুহার্ত শেরীফ নিজের গিটারটি শূন্যে তুলে মঞ্চে আছাড় মারতে থাকেন। পাশ থেকে আরেক সদস্য ট্যাম্বারিন ছুড়ে মারেন। সুহার্তের একের পর এক আঘাতে মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় গিটার। পুরো ঘটনায় মঞ্চের সামনে উপস্থিত দর্শক যেন বাক্রুদ্ধ।
আরবোভাইরাসের এই গিটার ভাঙার ভিডিও শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই ব্যান্ডটির এমন কাজের সমালোচনা করছেন। তবে কনসার্টে ইনস্ট্রুমেন্ট ভেঙে ফেলার দৃশ্য এই প্রথম নয়। এর আগে জিমি হেনড্রিক্স, ব্যান্ড নির্ভানা, গ্রিন ডেসহ বিশ্ববিখ্যাত অনেক ব্যান্ড ও শিল্পী দর্শকের মধ্যে উদ্দীপনা সৃষ্টির জন্য ভরা কনসার্টে নিজেদের বাদ্যযন্ত্র ভেঙেছেন।
গত শুক্রবার রাতের ঘটনা। ‘রক অ্যান্ড রিদম ৩.০’ কনসার্ট চলছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলভর্তি দর্শক। তিল ধারণের জায়গা নেই। রাজধানীতে প্রায়ই রক কনসার্টের আয়োজন হয়। তবে এই কনসার্ট অন্যগুলোর চেয়ে একেবারেই আলাদা। দর্শকদের জন্য তো অবশ্যই, ব্যান্ডগুলোর জন্যও বিশেষ। কারণ যে ১২টি ব্যান্ড গাইতে এসেছে কনসার্টে, সবাই ট্রিবিউট দেবে তাদের প্রিয় ব্যান্ডকে। কেউ গাইবে লিংকিন পার্ক, নির্ভানা, গানস অ্যান্ড রোজেস, পিংক ফ্লয়েডের গান; কারও কণ্ঠে শোনা যাবে জিমি হেনড্রিক্স, বব ডিলান কিংবা বব মার্লেকে।
প্রিয় ব্যান্ডের পরিবেশনায় প্রিয় শিল্পীর গান শুনতে তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন দর্শকেরা। বিকেল থেকেই শুরু হয় গিটারের ঝংকার। একপর্যায়ে মঞ্চে ওঠে ব্যান্ড আরবোভাইরাস। দুই দশকের বেশি সময় ধরে দেশের রকগানপ্রেমী তারুণ্যের প্রিয় ব্যান্ডের তালিকায় রয়েছে তারা। কথা ছিল, এ কনসার্টে আরবোভাইরাস গাইবে লিংকিন পার্ক ও গ্রিন ডে ব্যান্ডের গান। একে একে এ দুই ব্যান্ডের কালজয়ী কিছু গান শুনিয়ে একেবারে শেষমুহূর্তে যা করল আরবোভাইরাস, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই।
নিজেদের পারফরম্যান্স শেষ হতেই দলের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট সুহার্ত শেরীফ নিজের গিটারটি শূন্যে তুলে মঞ্চে আছাড় মারতে থাকেন। পাশ থেকে আরেক সদস্য ট্যাম্বারিন ছুড়ে মারেন। সুহার্তের একের পর এক আঘাতে মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় গিটার। পুরো ঘটনায় মঞ্চের সামনে উপস্থিত দর্শক যেন বাক্রুদ্ধ।
আরবোভাইরাসের এই গিটার ভাঙার ভিডিও শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই ব্যান্ডটির এমন কাজের সমালোচনা করছেন। তবে কনসার্টে ইনস্ট্রুমেন্ট ভেঙে ফেলার দৃশ্য এই প্রথম নয়। এর আগে জিমি হেনড্রিক্স, ব্যান্ড নির্ভানা, গ্রিন ডেসহ বিশ্ববিখ্যাত অনেক ব্যান্ড ও শিল্পী দর্শকের মধ্যে উদ্দীপনা সৃষ্টির জন্য ভরা কনসার্টে নিজেদের বাদ্যযন্ত্র ভেঙেছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪