Ajker Patrika

উপজেলা চেয়ারম্যানকে বহিষ্কার করার দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১: ৪৮
উপজেলা চেয়ারম্যানকে বহিষ্কার করার দাবি

চাঁপাইনবাবগঞ্জে নারীর শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে আওয়ামী লীগ থেকে এবং চেয়ারম্যানের পদ থেকে আজীবন বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে নাচোল পৌর ও উপজেলা আওয়ামী লীগ। এ সময় একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেয় নাচোল পৌর ও উপজেলা যুবলীগ, তরুণ সংঘ, নাচোল সরকারি কলেজ ছাত্রলীগ, সাধারণ জনগণ এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল ও উপজেলা শাখা।

একরামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আজাহার আলী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেত্রী রঞ্জনা বর্মণ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাচোল উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বুলেট প্রমুখ।

এ সময় বক্তারা নারী কেলেঙ্কারির মতো ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা চেয়ারম্যান ও দলীয় পদ থেকে আজীবন বহিষ্কারের দাবি জানান। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে দল ও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, দল এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে উপজেলা পরিষদ ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় এ মানববন্ধনে।

প্রবীণ আওয়ামী লীগ নেতা আজাহার আলী বলেন, চেয়ারম্যানের নারী কেলেঙ্কারির ঘটনায় উপজেলা আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বর্তমানে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলায় চেয়ারম্যানের এ ধরনের অপরাধের কারণে ভোটারদের কাছে লজ্জায় যেতে পারছেন না নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত