Ajker Patrika

এক হাজার টাকার জন্য হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এক হাজার টাকার জন্য হত্যা

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশার চালক মো. হেলাল (৩৯) হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে র‍্যাব। পুরোনো অটোরিকশা বিক্রিতে সহায়তার পর বকশিশের এক হাজার টাকার বিরোধে তাঁকে হত্যা করা হয়। গত সোমবার রাতে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর তাঁরা এই তথ্য দিয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের মো. ইলিয়াস (৩৫), মোহাম্মদ বখতিয়ার (২৭) ও উপজেলার মধ্যম শাকপুরা গ্রামের মনির আহম্মদ ওরফে মেহেরাজ (২৬)। তাঁদের চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ, চাক্তাই ও উপজেলা বোয়ালখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নিহত হেলাল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নিজহোগলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বোয়ালখালীর জমাদারহাট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘মাত্র ১ হাজার টাকার জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। চার মাস আগে পেশায় গ্যারেজের মিস্ত্রি ইলিয়াস তাঁর মামাতো ভাইয়ের একটি সিএনজিচালিত অটোরিকশা বিক্রি করে দেওয়ার জন্য হেলালের সহযোগিতা চান। এ সময় হেলালকে পাঁচ হাজার টাকা বকশিশ দেওয়া হবে বলে জানান ইলিয়াস। পরে অটোরিকশাটি বিক্রির ব্যবস্থা করে দেন হেলাল।’

র‍্যাব জানায়, পরবর্তীতে ইলিয়াস বকশিশের পাঁচ হাজার টাকা না দিয়ে এক হাজার টাকা দিতে চান। এ নিয়ে বিরোধের জের ধরে হেলাললে অন্য স্থানে নিয়ে হত্যা করে লাশ ফেলে আসেন আসামিরা। গত ৩ ডিসেম্বর পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত