Ajker Patrika

প্রশ্নফাঁস বুয়েটের শিক্ষক নিখিলকে দায়িত্ব থেকে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১০: ৩৮
প্রশ্নফাঁস  বুয়েটের শিক্ষক নিখিলকে দায়িত্ব থেকে অব্যাহতি

পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গণমাধ্যমে নাম আসায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, এ ঘটনার যথাযথ তদন্ত করার জন্য আমরা পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটির সদস্যরা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপাচার্য বরাবর প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদন দেখে আইন অনুযায়ী যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার, ততটুকু ব্যবস্থা নেওয়া হবে।

গত ৬ নভেম্বর পাঁচটি সরকারি ব্যাংকের ‘অফিসার ক্যাশ’ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটি। এ ঘটনায় আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বুয়েটের অধ্যাপক নিখিল রঞ্জন ধরের নাম এসেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশ হয়। বিষয়টি বুয়েট কর্তৃপক্ষের নজরে আসার পর তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত