Ajker Patrika

শীতে বিপাকে পড়েছে মানুষ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৬: ২১
শীতে বিপাকে পড়েছে মানুষ

কুড়িগ্রামের চিলমারীতে শীত জেঁকে বসেছে। কয়েক দিনের মাঝারি শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ ফুটপাতে শীতের কাপড় কেনার জন্য ভিড় করছেন।

উপজেলায় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশা ঝরছে। এরপর সূর্যের দেখা মিললেও এতে আবার তাপমাত্রা খুবই কম। বিশেষ করে পাউবো বাঁধে ও চরাঞ্চলের লোকজন অর্থাভাবে শীতের কাপড় কিনতে না পেরে অতিকষ্টে দিনাতিপাত করছেন। খেটে খাওয়া মানুষ ঠান্ডা বেশি হওয়ার কারণে কাজে যেতে পারছেন না।

এদিকে কুয়াশার কারণে হাঁস-মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বোরো ধানের বীজতলা লালচে বর্ণ হয়ে যাচ্ছে। বৃদ্ধ ও শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভিড় করছেন।

উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাউবো বাঁধে আশ্রিত আব্দুল মান্নান বলেন, ‘অর্থাভাবে গরম কাপড় কিনতে না পারায় পরিবার লোকজন নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছি।

থানাহাট ইউনিয়নে থানাহাট বাজারের পুরান কাপড় বিক্রেতা রেজাউল করিম জানান, শীতের কারণে গরম কাপড় বেচা-কেনা বৃদ্ধি পেয়েছে। একই ইউনিয়নের গাবেরতল এলাকার ট্রাক্টর শ্রমিক মোকছেদ মিয়া বলেন, ‘পুরোনো কাপড় কিনে কোনোরকমে শীত নিবারণের চেষ্টা করছি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সিরাজুদ্দৌলা বলেন, ‘চিলমারী উপজেলায় এ পর্যন্ত ২ হাজার ৮১৫টি কম্বল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত