Ajker Patrika

মতলব উত্তরে কম্বল পেল ৮০০ পরিবার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৮
মতলব উত্তরে কম্বল পেল ৮০০ পরিবার

চাঁদপুরের মতলব উত্তরে ৮০০ পরিবার মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দ পাওয়া এসব কম্বল গতকাল শনিবার উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন ও ফরাজীকান্দি ইউনিয়নে বিতরণ করা হয়। এর মধ্যে প্রতিটি ইউনিয়নে ৪০০ করে মোট ৮০০ কম্বল বিতরণ করা হয়।

সকালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফতেপুর পশ্চিম ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন চাঁদপুর-২ আসনের সাংসদ মো. নুরুল আমিন রুহুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মো. সিরাজুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদসহ অনেকে।

পরে দুপুরে ফরাজীকান্দি ইউনিয়নে অসহায় ৪০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন নুরুল আমিন রুহুল। এ সময় উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, সাবেক ছাত্র নেতা আবদুর রব প্রধান, সহ মতলব উত্তর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত