Ajker Patrika

গাড়ি ভাঙায় কুবি ছাত্রকে বহিষ্কার

কুবি প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ১৫: ৪৫
গাড়ি ভাঙায় কুবি ছাত্রকে বহিষ্কার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে একটি টিভি স্টেশনের গাড়ি ভাঙচুর করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভির’ ওই গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় এক কুবি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপাচার্য নির্দেশে ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানা যায়।

বহিষ্কার হওয়া মুহা. নূর উদ্দীন হোসাইন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী। প্রক্টরিয়াল বড়ির প্রাথমিক তদন্তে গাড়ি ভাঙায় তিনি ‘সন্দেহাতীতভাবে’ জড়িত থাকায় তাঁকে ওই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন এটিএম বুথের সামনে টিভি চ্যানেল ৭১ টেলিভিশন-এর গাড়ি ভাঙচুরের সঙ্গে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী মুহা. নূর উদ্দীন হোসাইন সন্দেহাতীতভাবে জড়িত থাকার বিষয়ে প্রক্টরিয়াল বড়ির প্রাথমিক তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ায়, মুহা. নূর উদ্দীন হোসাইনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হল।’

এ ছাড়া ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশে অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়। উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক ও ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীকে সদস্যসচিব করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অন্য সদস্যরা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্ৰ নন্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মো. মোকাদ্দেস-উল-ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মুহ. আমিনুল ইসলাম আকন্দ। কমিটিকে দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টিভির সংবাদকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গাড়ি রেখে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। তখন কিছু লোক এসে গাড়ি মূল ফটকের সামনে থেকে সরাতে বলেন। তারা গাড়ি সরিয়ে এটিএম বুথের সামনে রাখলে সেখানে ভাঙচুর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত