হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন দুই সহোদর আবু বকর সিদ্দিক ও ইদ্রিস আলী।
জানা যায়, বড় ভাই তিনবার নির্বাচিত হয়ে ১৯ বছর ২ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু ২০১৬ সালের ইউপি নির্বাচনে বড় ভাই আবু বকরকে পরাজিত করে ছোট ভাই ইদ্রিস আলী প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই সহোদর।
পারিবারিকভাবে চেষ্টা করেও কোনো ভাইকে নির্বাচন থেকে বসানো যায়নি জানিয়ে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ভাদিয়াখোলা ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, ‘আমার দৃষ্টিতে এটি হরিরামপুর উপজেলার মধ্যে আলোচিত ঘটনা। তাঁদের আত্মীয়স্বজন ও এলাকাবাসী একক প্রার্থী দেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছেন। কিন্তু যার যার মতো শক্ত অবস্থানে থাকায় তা আর সম্ভব হয়নি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল শফি বলেন, ‘আমরা অনেকবার বলেছি সমঝোতা করে যে কোনো একজনকে নির্বাচন করার জন্য। তবে তাঁরা
তাঁদের নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় কাউকে বসানো যায়নি। জনগণের যাকে ভালো লাগবে তাঁকে ভোট দেবেন।’ জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ জানিয়ে বড় ভাই আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি ধারাবাহিকভাবে নির্বাচনে আছি। আমি তিনবার জয়ী হই। আমি তাঁকে অনুরোধ করেছি, কিন্তু সে তা মানে না। আমার বিরুদ্ধে নির্বাচন করে। জনগণ আমাকে ভোট দেবে।’ ছোট ভাই ইউপির বর্তমান প্যানেল চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, ‘আমার বড় ভাই কখনো আমাকে সুযোগ দিতে চান না। সুযোগ না দেওয়ায় আমি বাধ্য হয়ে আমার মতো নির্বাচনে অংশগ্রহণ করি। আল্লাহ সহায় থাকে তো এবারও আমি নির্বাচিত হব।’ প্রসঙ্গত, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দুই সহোদর বাদে তৃতীয় প্রার্থী হিসেবে রয়েছেন মোফাজ্জেল হোসেন।
মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন দুই সহোদর আবু বকর সিদ্দিক ও ইদ্রিস আলী।
জানা যায়, বড় ভাই তিনবার নির্বাচিত হয়ে ১৯ বছর ২ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু ২০১৬ সালের ইউপি নির্বাচনে বড় ভাই আবু বকরকে পরাজিত করে ছোট ভাই ইদ্রিস আলী প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই সহোদর।
পারিবারিকভাবে চেষ্টা করেও কোনো ভাইকে নির্বাচন থেকে বসানো যায়নি জানিয়ে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ভাদিয়াখোলা ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, ‘আমার দৃষ্টিতে এটি হরিরামপুর উপজেলার মধ্যে আলোচিত ঘটনা। তাঁদের আত্মীয়স্বজন ও এলাকাবাসী একক প্রার্থী দেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছেন। কিন্তু যার যার মতো শক্ত অবস্থানে থাকায় তা আর সম্ভব হয়নি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল শফি বলেন, ‘আমরা অনেকবার বলেছি সমঝোতা করে যে কোনো একজনকে নির্বাচন করার জন্য। তবে তাঁরা
তাঁদের নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় কাউকে বসানো যায়নি। জনগণের যাকে ভালো লাগবে তাঁকে ভোট দেবেন।’ জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ জানিয়ে বড় ভাই আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি ধারাবাহিকভাবে নির্বাচনে আছি। আমি তিনবার জয়ী হই। আমি তাঁকে অনুরোধ করেছি, কিন্তু সে তা মানে না। আমার বিরুদ্ধে নির্বাচন করে। জনগণ আমাকে ভোট দেবে।’ ছোট ভাই ইউপির বর্তমান প্যানেল চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, ‘আমার বড় ভাই কখনো আমাকে সুযোগ দিতে চান না। সুযোগ না দেওয়ায় আমি বাধ্য হয়ে আমার মতো নির্বাচনে অংশগ্রহণ করি। আল্লাহ সহায় থাকে তো এবারও আমি নির্বাচিত হব।’ প্রসঙ্গত, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দুই সহোদর বাদে তৃতীয় প্রার্থী হিসেবে রয়েছেন মোফাজ্জেল হোসেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৯ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪