Ajker Patrika

মালিথিয়া ফুটবল একাদশের শিরোপা জয়

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৯: ১৬
মালিথিয়া ফুটবল একাদশের শিরোপা জয়

মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঝিনাইদহের মালিথিয়া ফুটবল একাদশ মাগুরার জোকা যুব সংঘকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে।

শিখর খেলায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ এ্যাড. সাইফুজ্জামান। ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মিয়া আলী আকবর। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

খেলায় ঝিনাইদহের মালিথিয়া ফুটবল একাদশ মাগুরার জোকা যুব সংঘকে ২-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন ট্রফি অর্জন করে। মালিথিয়া ফুটবল একাদশের খেলোয়াড় সবুজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলায় আগত বিদেশী খেলোয়াড়রা দর্শকদের ভিন্ন আনন্দ দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত