মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল হত্যা মামলায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালি উল ইসলাম এ রায় ঘোষণা করেন।
খালাসপ্রাপ্তরা হলেন সাবেক জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, আফজাল হোসেন লিখন, মাহফুজুর রহমান, ইয়ানুচ আলী ও বাদশা।
রায় ঘোষণার আগে সকাল থেকেই আদালতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। সাধারণ মানুষকে তল্লাশি করে আদালতের ভেতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে ৬ আসামিকে আদালতে নেওয়া হয়। বেশ কয়েকটি বিচারকার্য পরিচালনা করার পর দুপুর ১২টার দিকে বিচারক রায় ঘোষণা করেন। এর আগে ৯ ফেব্রুয়ারি এ মামলার রায়ের দিন ধার্য ছিল। ওই দিন আসামিরা আদালতে হাজির হলে ১৩ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করা হয়। সেদিন আসামিরা আদালতে হাজির হলে পরে বিচারক ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামিদের আত্মীয়স্বজন ও আইনজীবীরা। মামলার আসামি সাজ্জাদুল আনামের বাবা সদরুল আনাম বলেন, ‘রায়ে সত্যের জয় হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।’ আসামিপক্ষের আইনজীবী মারুফ আহম্মেদ বিজন বলেন, ‘বাদী পক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এ কারণে আদালত সব আসামিকে খালাস দিয়েছেন।’
রায়ে হতাশা প্রকাশ করে বাদী বিলকিচ পারভিন বেলি বলেন, ‘এ রায়ে আমরা মর্মাহত। এ রায় আমাদের পরিবার মেনে নিতে পারছে না। সবার সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী পল্লব ভট্টাচার্য বলেন, ‘রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো হাতে পাইনি। পেলে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।’
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন যুবলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল। পরদিন তাঁর স্ত্রী সদর থানায় তৎকালীন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামকে প্রধান আসামি করে ছয়জনের নামে হত্যা মামলা করেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মামলার ২ নম্বর আসামি মাহফুজুর রহমান রিটন ও ৬ নম্বর আসামি আরিফকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন উপপরিদর্শক তরিকুল ইসলাম। নতুন করে আসামি করা হয় লিখন, মাহফুজুর রহমান, বাদশা, সাজ্জাদুল আনাম, শহিদুল ইসলাম পেরেশান ও ইয়ানুচকে। পরে এ চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেন বেলি। আবারও তদন্ত শুরু করেন তরিকুল। তদন্ত শেষে তিনি ২০১৫ সালের ১১ নভেম্বর ওই ছয়জনকে আসামি করে আবারও আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বাদী ওই চার্জশিটের বিরুদ্ধে আবারও নারাজি দেন। পরে মামলা চলে যায় সিআইডিতে। সিআইডির তৎকালীন উপপরিদর্শক আফাজ উদ্দীন ২০১৭ সালের ২১ জানুয়ারি ওই ছয়জনকে আসামি করে আদালতে আবারও চার্জশিট দাখিল করেন। মামলার শুনানি ও ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে গতকাল বিচারক রায় ঘোষণা করেন।
মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল হত্যা মামলায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালি উল ইসলাম এ রায় ঘোষণা করেন।
খালাসপ্রাপ্তরা হলেন সাবেক জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, আফজাল হোসেন লিখন, মাহফুজুর রহমান, ইয়ানুচ আলী ও বাদশা।
রায় ঘোষণার আগে সকাল থেকেই আদালতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। সাধারণ মানুষকে তল্লাশি করে আদালতের ভেতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে ৬ আসামিকে আদালতে নেওয়া হয়। বেশ কয়েকটি বিচারকার্য পরিচালনা করার পর দুপুর ১২টার দিকে বিচারক রায় ঘোষণা করেন। এর আগে ৯ ফেব্রুয়ারি এ মামলার রায়ের দিন ধার্য ছিল। ওই দিন আসামিরা আদালতে হাজির হলে ১৩ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করা হয়। সেদিন আসামিরা আদালতে হাজির হলে পরে বিচারক ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামিদের আত্মীয়স্বজন ও আইনজীবীরা। মামলার আসামি সাজ্জাদুল আনামের বাবা সদরুল আনাম বলেন, ‘রায়ে সত্যের জয় হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।’ আসামিপক্ষের আইনজীবী মারুফ আহম্মেদ বিজন বলেন, ‘বাদী পক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এ কারণে আদালত সব আসামিকে খালাস দিয়েছেন।’
রায়ে হতাশা প্রকাশ করে বাদী বিলকিচ পারভিন বেলি বলেন, ‘এ রায়ে আমরা মর্মাহত। এ রায় আমাদের পরিবার মেনে নিতে পারছে না। সবার সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী পল্লব ভট্টাচার্য বলেন, ‘রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো হাতে পাইনি। পেলে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।’
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন যুবলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল। পরদিন তাঁর স্ত্রী সদর থানায় তৎকালীন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামকে প্রধান আসামি করে ছয়জনের নামে হত্যা মামলা করেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মামলার ২ নম্বর আসামি মাহফুজুর রহমান রিটন ও ৬ নম্বর আসামি আরিফকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন উপপরিদর্শক তরিকুল ইসলাম। নতুন করে আসামি করা হয় লিখন, মাহফুজুর রহমান, বাদশা, সাজ্জাদুল আনাম, শহিদুল ইসলাম পেরেশান ও ইয়ানুচকে। পরে এ চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেন বেলি। আবারও তদন্ত শুরু করেন তরিকুল। তদন্ত শেষে তিনি ২০১৫ সালের ১১ নভেম্বর ওই ছয়জনকে আসামি করে আবারও আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বাদী ওই চার্জশিটের বিরুদ্ধে আবারও নারাজি দেন। পরে মামলা চলে যায় সিআইডিতে। সিআইডির তৎকালীন উপপরিদর্শক আফাজ উদ্দীন ২০১৭ সালের ২১ জানুয়ারি ওই ছয়জনকে আসামি করে আদালতে আবারও চার্জশিট দাখিল করেন। মামলার শুনানি ও ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে গতকাল বিচারক রায় ঘোষণা করেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫