Ajker Patrika

পঞ্চম ধাপের ইউপি নির্বাচন নৌকা পেলেন যাঁরা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৫০
পঞ্চম ধাপের ইউপি নির্বাচন নৌকা পেলেন যাঁরা

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনার ৮ উপজেলার ৬৩ ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

বেড়া: পাবনায় উপজেলার ৯টি ইউপিতে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। নৌকা প্রতীক নিয়ে যাঁরা নির্বাচন করবেন, তাঁরা হলেন—হাটুরিয়া-নাকালিয়া ইউপিতে মোস্তাফিজুর রহমান, নতুন ভারেঙ্গায় মো. আমজাদ হোসেন, কৈতলায় মো. শওকত ওসমান, চাকলায় মো. ফারুক হোসেন, পুরান ভারেঙ্গায় এ এম রফিক উল্লাহ, জাতসাখিনীতে মোছা আনোয়ারা আহম্মেদ, রুপপুরে মো. আবুল হাশেম উজ্জ্বল, মাসুমদিয়াতে মো. শহীদুল হক, ঢালারচরে মো. মমিনুর রহমান।

ফরিদপুর: পাবনার ফরিদপুর উপজেলার ৬ ইউপিতে নৌকার মনোনয়ন পেয়েছেন হাদল ইউপিতে সেলিম রেজা, বনওয়ারীনগরে আজাহার আলী সরকার, ফরিদপুরে সরোয়ার হোসেন, বৃলাহিড়ী বাড়িতে জাহিদুল ইসলাম, ডেমরায় মাহফুজুর রহমান ও পুঙ্গলীতে সাজেদুল ইসলাম তালুকদার।

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার ১৪টি ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন বালিয়াডাঙ্গার মো. তরিকুল ইসলাম, গোবরাতলার মো. আরাফুল ইসলাম, বারঘরিয়ার মো. হারুন-অর-রশিদ, মহারাজপুরে মো. নাহিদ ইসলাম, রাণীহাটিতে মোহা. জাকারিয়া, চর অনুপনগরে মো. সেরাজুল ইসলাম, দেবীনগরে মো. হাফিজুর রহমান, আলাতুলীতে মো. কামরুল হাসান, শাহজাহানপুরে মো. জাহাঙ্গীর আলম, ইসলামপুরে মো. জসিম উদ্দীন, চর বাগডাঙ্গায় মো. ওমর আলী, নারায়ণপুরে মো. শহিদুল ইসলাম, সুন্দরপুরে মো. হাবিবুর রহমান ও ঝিলিমে মো. গোলাম লুৎফুল হাসান।

গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুরের ৬ ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন নাজিরপুরে মো. শরিফুল ইসলাম (শরিফ), খুবজীপুরে মো. মনিরুল ইসলাম, ধারাবারিষাতে মো. আব্দুল মতিন, মশিন্দাতে মো. মোস্তাফিজুর রহমান, চাপিলাতে মো. আলাল উদ্দিন, বিয়াঘাটে মো. মোজাম্মেল হক।

নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গায় নৌকা প্রতীক পেয়েছেন ব্রহ্মপুরে হাফিজুর রহমান বাবু, মাধনগরে আমজাদ হোসেন, খাজুরাতে সোহরাব হোসেন, পিপরুলে কলিম উদ্দিন, বিপ্রবেল ঘরিয়াতে জালাল উদ্দিন।

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ১১, সাপাহার ৬ এবং পোরশা উপজেলার ৬ ইউপিতে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীত প্রার্থীরা হলেন পত্নীতলা উপজেলার আকবরপুরে মো. ওবাইদুল ইসলাম চৌধুরী, শিহাড়ায় মো. মোস্তাফিজুর রহমান, পাটিচড়ায় মো. রায়হানুল আলম, ঘোষনগরে মো. আবু বকর সিদ্দীক, পত্নীতলায় মোশারফ হোসেন চৌধুরী, নির্মইলে মো. আবুল কালাম, মাটিন্দরে মো. জাহাঙ্গীর আলম, দিবরে মো. আবদুল হামিদ, কৃষ্ণপুরে শ্যামল, আমইড়ে মো. ইসমাইল হোসেন এবং নজিপুরে মো. ছাদেক উদ্দীন।

সাপাহার উপজেলার গোয়ালায় মো. কামরুজ্জামান, তিলনায় মো. মোসলেম উদ্দীন, আইহাইয়ে মো. হামিদুর রহমান, সাপাহারে মো. সাদেকুল ইসলাম, শিরন্টীতে মো. বোরহান উদ্দিন এবং পাতাড়ীতে মো. জাহাঙ্গীর আলম।

এদিকে পোরশা উপজেলার মশিদপুরে মো. হারুন অর রশীদ, গাঙ্গুরিয়ায় মো. আনিসুর রহমান, তেঁতুলিয়ায় মো. ফজলুল হক শাহ, ছাওড়ে মো. মোস্তাফিজুর রহমান, নিতপুরে মো. এনামুল হক এবং ঘাটনগরে মো. বজলুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত