Ajker Patrika

টাকা না পেয়ে ছাত্রের প্রশংসাপত্র ছেঁড়ার অভিযোগ

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৫: ১৬
টাকা না পেয়ে ছাত্রের প্রশংসাপত্র ছেঁড়ার অভিযোগ

টাকা না পেয়ে ছাত্রের সামনেই তার প্রশংসাপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই ছাত্রের নাম মাজিদুর রহমান। সে এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে। এ ঘটনায় মাজিদুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করতে যায়। কিন্তু শনিবার ছুটির দিন হওয়ায় ইউএনও কার্যালয় বন্ধ পাওয়া গেলে উপজেলা চত্বরে কান্নায় ভেঙে পড়ে সে।

মাজিদুর বলে, ‘স্কুল থেকে প্রশংসাপত্র নিতে ৩০০ টাকা লাগে আমার জানা ছিল না। আমার কাছে টাকা ছিল না। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে একটি কম্পিউটার দোকান থেকে প্রশংসাপত্র নিয়ে স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম স্যারের কাছে সই নিতে আসি। এ সময় প্রধান শিক্ষক প্রশংসাপত্রে সই করে ৩০০ টাকা দিতে বলেন। আমার কাছে টাকা নাই বললে, তিনি আমার সামনেই প্রশংসাপত্র ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেন। আমি স্যারকে পরে টাকা দিতে চাইলে তিনি (প্রধান শিক্ষক) তাৎক্ষণিক উত্তেজিত হয়ে আমাকে মারধরের জন্য তেড়ে আসেন। এ সময় স্কুলের অন্য শিক্ষকেরা আমাকে প্রধান শিক্ষকের মারধর থেকে রক্ষা করেন।’

জানতে চাইলে বেলঘরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমরা স্কুলে মিটিং করছিলাম। এ সময় ওই ছাত্র হঠাৎ রুমে ঢুকে পড়ে। এ কারণে রাগের মাথায় ওই ছাত্রের প্রশংসাপত্র ছিঁড়ে ফেলেছি।’ তিনি আরও বলেন, প্রশংসাপত্র নিতে কোনো টাকাপয়সা নেওয়া হয় না। তবে কোনো ছাত্রের আগের কোনো টাকা বাকি থাকলে প্রশংসাপত্র দেওয়ার সময় নেওয়া হয়।

বেলঘরিয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘প্রশংসাপত্র নিতে কোনো টাকা লাগবে না। ওই ছাত্র আমার কাছে লিখিত অভিযোগ করলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ওই ছাত্র লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত