Ajker Patrika

উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষক লাঞ্ছিত মহাসড়ক অবরোধ

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২২, ১৭: ২৭
উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষক লাঞ্ছিত মহাসড়ক অবরোধ

কালিহাতীতে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। পরে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করা হয়। উপজেলার সল্লা সমবায় উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে।

এ সময় শিক্ষার্থীরা বখাটে শিশিরের বিচারের দাবিতে আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে কালিহাতী থানা-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ২৪ ঘণ্টার মধ্যে শিশিরকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়। অভিযুক্ত শিশির সল্লা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক সুশান্ত কুমার সূত্রধর (দীপক) এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে বখাটে শিশির স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এদিকে শিক্ষক লাঞ্ছনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, ‘বিদ্যালয়ে যাওয়া আসার সময় মাঝেমধ্যেই এই বখাটে শিশির ছাত্রীদের উত্ত্যক্ত করে বলে জেনেছি। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বখাটে শিশিরের গ্রেপ্তার দাবি করছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা জানান, শিক্ষক লাঞ্ছনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়, পরে শিক্ষকদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বারবার চেষ্টা করেও অভিযুক্ত শিশিরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত