Ajker Patrika

ইউক্রেনে এক দিনে ৭৬টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

আজকের পত্রিকা ডেস্ক
ইউক্রেনে এক দিনে ৭৬টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

ইউক্রেনে গত শুক্রবার ৭৬টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। গোটা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয় কিয়েভ। পরে কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। গতকাল শনিবার রয়টার্স, বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খেরসনে গোলার আঘাতে আরও একজন নিহত হয়েছেন। 
এদিকে রাশিয়ার অধিকৃত পূর্ব ইউক্রেনের রুশপন্থী ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের গোলাবর্ষণে ১২ জন নিহত হয়েছেন।

রাশিয়ার ছোড়া ৭৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান দাবি করেছেন।

শুক্রবার সান্ধ্য ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আরও কয়েকটি বড় ধরনের হামলা চালানোর পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে আছে। কিয়েভকে আরও বেশি ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে আবারও পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ঘুরে দাঁড়ানোর জন্য ইউক্রেন যথেষ্ট শক্তিশালী মন্তব্য করে জেলেনস্কি বলেন, ‘মস্কোর রকেট-পূজারিরা যতই এতে

ভরসা রাখুক না কেন, এটা এই যুদ্ধে শক্তির ভারসাম্যে কোনো পরিবর্তন আনবে না।’

গত বৃহস্পতিবার কিয়েভ সতর্ক করে বলেছিল, আগামী বছর নতুন করে সর্বাত্মক হামলার পরিকল্পনা করছে মস্কো। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া। চলমান এই যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও গোলার আঘাতে ইউক্রেনের বিশাল এলাকার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। তবে এসব এলাকার সামান্যই রুশ বাহিনী দখল করতে পেরেছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ইউক্রেন নিয়ে নতুন করে স্বল্প ও মধ্য মেয়াদে যুদ্ধ কৌশল সাজানোর বিষয়ে আলোচনা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত