Ajker Patrika

শিক্ষা ভাতা ও সুরক্ষা সামগ্রী পেল ১৭২ শিশু

বাসাইল প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫২
শিক্ষা ভাতা ও সুরক্ষা সামগ্রী পেল ১৭২ শিশু

টাঙ্গাইলের বাসাইলে ১৭২টি এতিম ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষা ভাতা, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা ‘হেল্প অ্যান্ড নলেজ’ এর উদ্যোগে গত বুধবার দুপুরে এ সব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলার গিলাবাড়ি গ্রামে সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এত সভাপতিত্ব করেন আমীর উজ জামান। প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, হেল্প অ্যান্ড নলেজ এর নির্বাহী পরিচালক মো. কামরুল হাসান, কাউলজানী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আতাউল গনি হাবিব, বাসাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, সেহরাইল-কাউলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, হেল্প অ্যান্ড নলেজ এর সদস্য এ বি এম নূরুজ্জামান সুজন, প্রোগ্রাম ম্যানেজার মো. আবু জাফর প্রমুখ

হেল্প অ্যান্ড নলেজ এর নির্বাহী পরিচালক মো. কামরুল হাসান তার স্বাগত বক্তব্যে বলেন, ‘আমরা এমন একটা সুন্দর পৃথিবী চাই যেখানে একে অপরকে সাহায্য করার ক্ষমতা অর্জন করবে। একে অন্যের দুর্ভোগ লাঘবে মুক্তমনে সাড়া দেবে। এরই ধারাবাহিকতায় আমরা ২০১২ সাল থেকে এতিম শিশুদের জীবনমান সুরক্ষায় কাজ করে যাচ্ছি। বর্তমানে সারা বাংলাদেশে ২ হাজারের বেশি এতিম শিশুদের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছি। এর মধ্যে টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলায় ১৭২ জন এতিম শিশু রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...