মোহাম্মদ ফখরুল আলম
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছ। এইচএসসি পরীক্ষা সন্নিকটে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ সময়ে তোমাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো থাকাটা খুব জরুরি। এখন শুধু পঠিত বিষয়গুলো বারবার চর্চা করো। গাণিতিক ও চিত্রভিত্তিক অংশগুলো বারবার অনুসরণ করলে ভুলের মাত্রা কমে যাবে। তোমাদের প্রতিটি পত্রে ১১টি প্রশ্ন থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে, যা ইতিমধ্যে তোমরা জেনেছ।
পরীক্ষায় ভালো করার একটি সহজ উপায় হচ্ছে, পরীক্ষার সময়ের সর্বোত্তম ব্যবহার। আগে থেকে পরিকল্পনা করে অগ্রসর হলে বা প্রস্তুতি নিলে অসুবিধা হয় না। গাণিতিক ও চিত্রভিত্তিক প্রশ্নের উত্তরের মাধ্যমে সময় বাঁচাতে হবে এবং উত্তরও পরিচ্ছন্ন হতে হবে।
পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রয়োজন প্রতিটি প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দেওয়া। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর দেবে, তারপর প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো ভেবেচিন্তে উত্তর দেবে।
সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে বাছাই করে নেবে কোন প্রশ্নের উত্তরটি আগে দেবে আর কোনটির উত্তর পরে দেবে। খেয়াল রাখবে, কোনো প্রশ্নের উত্তর একবার লিখে যেন কাটতে না হয়। কারণ, তাতে অনেক সময় নষ্ট হবে।
দুটি পত্রের সৃজনশীল প্রশ্নের সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া হলো—
অর্থনীতি প্রথম পত্র
অধ্যায়-১ (মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান): সৃজনশীল প্রশ্নের গুরুত্বপূর্ণ বিষয় হলো–উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থব্যবস্থাসমূহ।
অধ্যায়-২ (ভোক্তা ও উৎপাদকের আচরণ): ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি; স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি নির্ণয়; চাহিদা ও জোগান সমীকরণ গঠন; ভারসাম্য নির্ধারণ।
অধ্যায়-৩ (উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়): ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি; মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক; মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের মধ্যে তুলনা।
অধ্যায়-৪ (বাজার): পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য দাম, পরিমাণ ও মুনাফা/ক্ষতি নির্ণয়।
অধ্যায়-৯ (সামগ্রিক আয় ও ব্যয়): সামগ্রিক আয় বা জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ; ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ; ভোগ, সঞ্চয় ও বিনিয়োগ রেখা অঙ্কন।
অধ্যায়-১০ (মুদ্রা ও ব্যাংক): মুদ্রার পরিমাণ তত্ত্ব ও দ্রব্যের দাম, মুদ্রার মূল্যের প্রভাব; কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলির মধ্যে তুলনা; মোবাইল ব্যাংকিং।
অর্থনীতি দ্বিতীয় পত্র
অধ্যায়-২ (বাংলাদেশের কৃষি): বাংলাদেশের কৃষি উপখাতগুলোর অবদান; বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ও সমস্যার সমাধান; শস্য উৎপাদনে পরিবর্তনের ধারা; শস্য বহুমুখীকরণের সুবিধা; বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি।
অধ্যায়-৩ (বাংলাদেশের শিল্প): বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব, সমস্যা ও সমাধান; বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের (পাট, চামড়া ও তৈরি পোশাক) সমস্যা সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনা; আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব, সুবিধা ও অসুবিধা।
অধ্যায়-৪ (জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান): ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ও কাম্য জনসংখ্যা তত্ত্ব; মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব ও উপায়; জনসংখ্যার নির্ধারকসমূহ (জন্মহার, মৃত্যুহার, স্বাভাবিক বৃদ্ধির হার ও নিট অভিবাসন)।
অধ্যায়-৭ (মুদ্রাস্ফীতি): মুদ্রাস্ফীতির কারণ, প্রভাব ও নিয়ন্ত্রণের উপায়; চাহিদা বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি; মুদ্রাস্ফীতির পরিমাপ পদ্ধতি (সূচক সংখ্যা)
অধ্যায়-৮ (আন্তর্জাতিক বাণিজ্য): অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য পার্থক্য/গুরুত্ব; বৈদেশিক বাণিজ্য বনাম সাহায্য কোনটি উত্তম; বিশ্বায়নের প্রভাব।
অধ্যায়-৯ (সরকারি অর্থব্যবস্থা): সরকারি ঋণের উৎসগুলোর তুলনামূলক গুরুত্ব; বাংলাদেশ সরকারের উৎস ও ব্যয়ের খাত।
মোহাম্মদ ফখরুল আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছ। এইচএসসি পরীক্ষা সন্নিকটে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ সময়ে তোমাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো থাকাটা খুব জরুরি। এখন শুধু পঠিত বিষয়গুলো বারবার চর্চা করো। গাণিতিক ও চিত্রভিত্তিক অংশগুলো বারবার অনুসরণ করলে ভুলের মাত্রা কমে যাবে। তোমাদের প্রতিটি পত্রে ১১টি প্রশ্ন থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে, যা ইতিমধ্যে তোমরা জেনেছ।
পরীক্ষায় ভালো করার একটি সহজ উপায় হচ্ছে, পরীক্ষার সময়ের সর্বোত্তম ব্যবহার। আগে থেকে পরিকল্পনা করে অগ্রসর হলে বা প্রস্তুতি নিলে অসুবিধা হয় না। গাণিতিক ও চিত্রভিত্তিক প্রশ্নের উত্তরের মাধ্যমে সময় বাঁচাতে হবে এবং উত্তরও পরিচ্ছন্ন হতে হবে।
পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রয়োজন প্রতিটি প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দেওয়া। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর দেবে, তারপর প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো ভেবেচিন্তে উত্তর দেবে।
সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে বাছাই করে নেবে কোন প্রশ্নের উত্তরটি আগে দেবে আর কোনটির উত্তর পরে দেবে। খেয়াল রাখবে, কোনো প্রশ্নের উত্তর একবার লিখে যেন কাটতে না হয়। কারণ, তাতে অনেক সময় নষ্ট হবে।
দুটি পত্রের সৃজনশীল প্রশ্নের সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া হলো—
অর্থনীতি প্রথম পত্র
অধ্যায়-১ (মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান): সৃজনশীল প্রশ্নের গুরুত্বপূর্ণ বিষয় হলো–উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থব্যবস্থাসমূহ।
অধ্যায়-২ (ভোক্তা ও উৎপাদকের আচরণ): ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি; স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি নির্ণয়; চাহিদা ও জোগান সমীকরণ গঠন; ভারসাম্য নির্ধারণ।
অধ্যায়-৩ (উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়): ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি; মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক; মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের মধ্যে তুলনা।
অধ্যায়-৪ (বাজার): পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য দাম, পরিমাণ ও মুনাফা/ক্ষতি নির্ণয়।
অধ্যায়-৯ (সামগ্রিক আয় ও ব্যয়): সামগ্রিক আয় বা জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ; ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ; ভোগ, সঞ্চয় ও বিনিয়োগ রেখা অঙ্কন।
অধ্যায়-১০ (মুদ্রা ও ব্যাংক): মুদ্রার পরিমাণ তত্ত্ব ও দ্রব্যের দাম, মুদ্রার মূল্যের প্রভাব; কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলির মধ্যে তুলনা; মোবাইল ব্যাংকিং।
অর্থনীতি দ্বিতীয় পত্র
অধ্যায়-২ (বাংলাদেশের কৃষি): বাংলাদেশের কৃষি উপখাতগুলোর অবদান; বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ও সমস্যার সমাধান; শস্য উৎপাদনে পরিবর্তনের ধারা; শস্য বহুমুখীকরণের সুবিধা; বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি।
অধ্যায়-৩ (বাংলাদেশের শিল্প): বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব, সমস্যা ও সমাধান; বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের (পাট, চামড়া ও তৈরি পোশাক) সমস্যা সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনা; আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব, সুবিধা ও অসুবিধা।
অধ্যায়-৪ (জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান): ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ও কাম্য জনসংখ্যা তত্ত্ব; মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব ও উপায়; জনসংখ্যার নির্ধারকসমূহ (জন্মহার, মৃত্যুহার, স্বাভাবিক বৃদ্ধির হার ও নিট অভিবাসন)।
অধ্যায়-৭ (মুদ্রাস্ফীতি): মুদ্রাস্ফীতির কারণ, প্রভাব ও নিয়ন্ত্রণের উপায়; চাহিদা বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি; মুদ্রাস্ফীতির পরিমাপ পদ্ধতি (সূচক সংখ্যা)
অধ্যায়-৮ (আন্তর্জাতিক বাণিজ্য): অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য পার্থক্য/গুরুত্ব; বৈদেশিক বাণিজ্য বনাম সাহায্য কোনটি উত্তম; বিশ্বায়নের প্রভাব।
অধ্যায়-৯ (সরকারি অর্থব্যবস্থা): সরকারি ঋণের উৎসগুলোর তুলনামূলক গুরুত্ব; বাংলাদেশ সরকারের উৎস ও ব্যয়ের খাত।
মোহাম্মদ ফখরুল আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪