Ajker Patrika

লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭: ৩৯
লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা

শীতের আগমনী বার্তার সঙ্গে বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। কুষ্টিয়ার খোকসার কারিগররা। শীত জেঁকে বসার আগেই লেপ-তোশক তৈরির দোকানে ভিড় করছেন কুষ্টিয়ার কুমারখালীর মানুষেরা। অনেকেই আবার পুরোনো লেপ মেরামত করে নিচ্ছেন।

ব্যবসায়ীরা ও কারিগরেরা জানান, ক্রেতাদের এই আনাগোনা চলবে পুরো শীত জুড়ে। কিছুদিন পরে ক্রেতাদের ভিড় আরও বাড়বে। শীতের আগমনে লেপ-তোশক তৈরির কারিগর ও ব্যবসায়ীদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। ক্রেতারা দোকানে লেপ-তোশক তৈরির অর্ডার দেওয়া শুরু করেছেন। তাই উপজেলার বিভিন্ন এলাকার ছোট-বড় দোকানগুলোতে লেপ, তোশক তৈরির কাজ চলছে পুরোদমে।

কারিগরেরা আরও জানান, এ বছর তুলার দাম বেড়ে গেছে। কার্পাস তুলা দিয়ে লেপ বানাতে খরচ পড়ে ১ হাজার ৪ শত থেকে ১ হাজার ৫ শত টাকা। এর থেকে ভালো লেপ তৈরিতে খরচ পড়ে ১ হাজার ৮ শত থেকে ১ হাজার ৯ শত টাকা। শীতের তীব্রতা বাড়লে লেপ-তোশক তৈরি ও বিক্রি আরও বাড়বে এমনটিই প্রত্যাশা ব্যবসায়ীদের।

খোকসা বাজারের ওহিন ফোম প্যালেসের স্বত্বাধিকারী ওহিদুল ইসলাম বলেন, ‘তুলার মান ও পরিমাণের ওপর নির্ভর করে লেপ তোশক তৈরির খরচ। এ বছর জিনিসপত্রের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই লেপ তোশক তৈরির খরচ দুই শত থেকে তিন শত টাকা বেড়ে গেছে। আর একটি লেপ অথবা তোশক বিক্রি করে আমাদের তিন শত থেকে পাঁচ শত টাকা লাভ থাকে। আয়তন, কাপড় ও তুলার মান ভেদে এগুলোর দাম নির্ধারণ করা হয়।’

কারিগর রবিউল ইসলাম জানান, মজুরিসহ চার থেকে পাঁচ হাত লেপের দাম পড়ছে ১ হাজার ২ শত টাকা। আর তোশক তৈরিতে খরচ পড়ছে ১ হাজার থেকে ১ হাজার ৫ শত টাকা। তবে এবার তুলার দাম বেশি। মানভেদে ৬০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

নতুন লেপ কিনতে আসা তানিশা আফ্রিন বর্ণনা জানান, আমি সকালে একটি বড় লেপের অর্ডার দিয়েছি, দাম রাখা ধরা হয়েছে ২ হাজার ৯০০ টাকা। দোকান মালিক জানিয়েছে বিকেলের মধ্যেই লেপ তৈরি হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত