Ajker Patrika

বকশীগঞ্জে ৫টির মধ্যে চারটিতে নৌকার জয়

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৯: ৫৫
বকশীগঞ্জে ৫টির মধ্যে চারটিতে নৌকার জয়

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটিতে স্বতন্ত্র প্রার্থী ও চারটিতে নৌকার প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগারচর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান প্রামাণিক আনারস প্রতীকে ৫ হাজার ৭৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ধানুয়া কামালপুর ইউপিতে মশিউর রহমান নৌকা প্রতীকে ৬ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মেরুরচর ইউপিতে সিদ্দিকুর রহমান সিদ্দিক নৌকা প্রতীকে ১ হাজার ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধুরপাড়া ইউপিতে মাহমুদুল আলম বাবু নৌকা প্রতীকে ৭ হাজার ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিলক্ষীয়া ইউপিতে নজরুল ইসলাম ছাত্তার নৌকা প্রতীকে ৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান বলেন, নির্বাচন সু্ঠু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত